আমাদের কথা খুঁজে নিন

   

তখনকার গানগুলো শুনলে মন এখনও উদাস হয়। গানের প্রতিটা লাইনে আবেগ আর আবেশের কি অপুরূপতা... তেমন একটি...

আমি কিছু নই রে আমি কিছু নই... আর যেন নেই কোন ভাবোনা, যদি আজ অকারন, কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবোনা।। ভ্রমরের বেনু সুর তুলবে, সেই সুরে মন আমার ভুলবে। কহিবে ফাগুন যেন আমারে, আমি তোমার ভুবন ছেড়ে কভু যাব না।। জানি না সে তো আমি জানি না ওগো কোন সুদূরে- আমায় বলাকারা ডাক দিয়ে যায় যে উড়ে।। কত কথা প্রানে যেন জাগলো, আপনারে কত ভাল লাগলো; আখিতে স্বপন আছে জড়ানো, আমি এ আবেশ কভু ভেঙে দিতে চাব না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।