আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের জন্য জুয়া, জীবন নিয়ে জুয়া, জীবনটাই জুয়া- A Great Psychological Thriller Anime- KAIJI

You can do anything, but not everything. জন্মগত ভাবেই সব মানুষ দুর্বলতা, আশা আকাঙ্ক্ষা, লোভ, ভীরুতা, কাপুরুষতা, বিশ্বাসঘাতকতা - এইসব অন্ধকার দিক সাথে নিয়ে পৃথিবীতে আসে। সামাজিক জীবনে এই সব দৈত্য আড়ালে থাক্লেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিংবা বিশাল অর্থের সামনে এই দৈত্য গুলো স্বরূপে ফিরে আসে। - এই নির্মম সত্য অসাধারণভাবে এই এনিমে ফুটে উঠেছে। এনিমটা দেখার সময় মাঝে মাঝেই ঠাস করে গালে চড় পরবে। নিজের জীবন এবং পারিপার্শ্বিকের সাথে অদ্ভুত মিল খুজে পাবেন আর অবাক হয়ে দেখবেন মানুষ "ভয়" এবং "লোভ" এই দুই প্রবিত্তির কাছে কিরুপ বন্দি।

আমার উপরের বর্ণনা হয়ত অনেকের কাছেই "cliche" লাগতে পারে, তবে এনিমটা নিয়ে এর চেয়ে ভাল বর্ণনা বোধহয় আমার পক্ষে সম্ভব ছিল না। এবার আসি এনিমটার প্লটে। কাইজি একজন সাধারণ মানুষ যার দিন কাটে বিভিন্ন ছোটখাটো কাজ যেমন দোকানে সেলসম্যান বা এই ধরনের কাজে। একদিন তার কাছে এক লোক আসে এবং তাকে জানায় কাইজি তার এক বন্ধুর টাকা ধার নেওয়ার সময় "co-signer" ছিল। সেই বন্ধু টাকা নিয়ে পালিয়ে জাওয়ায় সব টাকা কাইজিকে পরিশোধ করতে হবে।

এই সময় সেই লোক একটা প্রস্তাব দেয়। কাইজিকে "gambling" এ অংশ নিতে এবং সেখান থেকে সে হয় তার ঋণ শোধ করে অতিরিক্ত টাকা নিয়ে ফিরে আসতে পারবে অথবা আরও বেশী ঋণে ডুবে যাবে। কাইজি রাজি হয় এবং গল্প শুরু হয়। যখন আমরা এনিম দেখি সাধারণত নায়ক চরিত্র শুরু থেকেই হয় জিততে থাকে অথবা প্রাথমিক হালকা পাতলা কষ্টের পর জিততে থাকে। কিন্তু এই এনিমে আশ্চর্য হয়ে দেখি কাইজির মত আরও শ' খানেক লোক যখন একসাথে "gambling" এ অংশ নেয়, এবং তাদের বাচার একমাত্র উপায় হয় আরেকজনের টাকা দখল করা, তাকে আরও ঋণে ফেলা, কিংবা কোন কোন ক্ষেত্রে তাকে মেরে ফেলা- তখন মানুষের আসল চেহারা উন্মোচিত হয় এবং গল্পের কেন্দ্রীয় চরিত্র কাইজি বারে বারে প্রতারিত হয়, ক্ষত বিক্ষত হয়।

আমার বেক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এখন পর্যন্ত দেখা সেরা "psychological Thriller Anime" এবং আমার বেশ সন্দেহ আছে এর চেয়ে ভাল কিছু আসবে কি না !!! যারা দেখেননি তারা অবশ্যই অবশ্যই দেখে নিন। যে কোন এনিমখোরের জন্য আমার "মাস্ট ওয়াচ" সাজেশনে এইটা থাকবেই। তো আর দেরি কেন?!! এখনই এখান থেকে নামিয়ে নিয়ে দেখা শুরু করে দিন। হ্যাপি এনিমিং !!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.