সাধ ছিল একটি কবিতা লিখব এক কবিকে নিয়ে ঠিক ছিল শিরোনামও কবিতার কবি অথবা কবির কবিতা সকাল যায় বিকেলে কই কবি তো আসেনা ঠিক মনে পড়ছে না ভাঙ্গা চাপা, উপচানো ঠোটে চৈত্রের খরা লিকলিকে কায়ে চড়ুই পায়ে সামনে ক্লান্ত মহাকবি, আগমন সাঁঝে চোখের কোণায় ভাঙাচোরা স্বপ্ন ওরে কে খুবলে খেয়েছে তোর চোয়ালের মাংস সমাজ নাকি ঐ বুনো শুয়োররা ? ছোপ ছোপ ঘামে তার রক্তের আওয়াজ যণ্ত্রের সুঁচ মন-কন্দর ভেদিয়ে কেন বেঁধেনা ঐ পুঁজিপতি ঈশ্বরের গায়ে? শিল্পীর বুকে পাড়া দিয়ে কিসের শিল্প? আরে এক মুঠো ভাতই তো চায় তখন শুরু হলো কবির কবিতার মহাকাব্য একি! কলমের কালো দাগে লাল লেখনী তবে ওরা দিয়েছে কালির বদলে রক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।