আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদ্র গন্ডিতে

বেঁচে থাকি, আরও সুন্দরভাবে বাঁচার আশায়..

ক্ষুদ্র গন্ডিতে চারদেয়ালের ক্ষুদ্র সীমানায় বন্দী আমি- পথ খুঁজি বেরিয়ে আসতে আলোয়, নিরেট দেয়াল আগলে রাখে পথ- স্পর্শ করে শিউরে উঠি তার শীতলতায়। ক্ষুদ্র জানালার ফাঁক গলে একচিলতে আলো- এসে জানায় নীল আকাশের আমন্ত্রণ, সকল ক্ষুদ্রতা ঝেড়ে ফেলতে চাই- আকাশের বিশালতায় করতে চাই অবগাহন। প্রতিরোধ ভেঙে বেরোতে চাই বারবার, কিন' বেরোবার সমস- পথ অবরুদ্ধ, মহাকাল এই অসহায়ত্বকে করে উপহাস- নির্মম চোখে অবলোকন করে সেই যুদ্ধ। ছুটে বেরোতে যেয়ে বারবার ধাক্কা লাগে, ব্যথায় কঁকিয়ে উঠে - পড়ি মুখ থুবড়ে। তবুও ক্ষুদ্র গন্ডি থেকে মুক্তির অভিপ্রায়ে, পুনরায় দেয়ালে আঘাত করি সজোরে। নিষ্ফল ক্রোধে করে উঠা চিৎকার- দেয়ালে ধ্বনিত হয়ে বিব্রত করে আমাকেই, তবুও আশায় আশায় বুক বাঁধি, জানি নিশ্চয়ই এ দেয়াল একদিন ভাঙবেই। খোলা আকাশের নীচে দাঁড়াবো সেদিন, কান পেতে তাই সে মুক্তির গান শুনি। ক্ষুদ্রতা ঝেড়ে আলিঙ্গন করবো বিশালতাকে, বসে বসে তাই অপেক্ষার প্রহর গুনি। চারণ কবি ৯ই চৈত্র, ১৪০৩ বাং ২৩শে মার্চ, ১৯৯৭ ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.