হাজারো বিন্দু এখনো একটি বৃত্ত আঁকতে পারে নি
সবচেয়ে ক্ষুদ্র বই:
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র বইটির মাপ হচ্ছে ১ মি:মি:। বইটির প্রকাশ সাল ১৯৮৫। বইটিতে বয়েছে ছোটদের জন্য কিছু গল্প। এর পাতা কি ভাবে উল্টায় , জানি না।
সবচেয়ে বড় বই:
পৃথিবীর সবচেয়ে বড় বইটির নাম ইংগল পাপিয়ান। ২২৯৩৭ পরিচ্ছেদে বিভক্ত এই বইয়ের ১১ হাজার ৯৫টি খন্ড আছে। বিশাল এই বইটি রচনা করতে ২০ হাজার চীনা ভিক্ষু প্রায় ১০ বছর শ্রম দেন।
দামী বই:
বিশ্বের সবচেয়ে দামী বইটির নাম 'দ্য গসপেল অব বুক হেনরি দ্য লায়ন ডিউক অব স্যাক্সনি'। বইটি ১৯৮৩ সালে ১৪ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।