আমাদের কথা খুঁজে নিন

   

বিনোদনের সন্ধানে

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা কদিন ধরে একটু অসুস্থ বোধ করছিলাম। এক ধরনের মানসিক অস্থিরতা, অবসন্নতা, কিছু ভাল না লাগা। একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বললাম। তিনি অনেক ক্ষণ সময় দিলেন। তারপর বললেন, “হুম...... বাইপোলার ডিসঅরডার ”।

আমি একটু নড়ে চড়ে বসলাম। ব্যাপার না , এটা অনেকেরই থাকে। আপনি এখন ডিপ্রেসিভ ফেইজে আছেন। আমি বললাম, “ আমার এটা প্রায়ই হয়। এরকম কিছু সময় যায়, যখন আমি কিছুতেই ইন্টারেস্ট পাই না “।

ডাক্তার সাহেব বললেন আপনার কাজের চাপ খুব বেশী। আমি মাথা নাড়লাম, কথা সত্য। আপনার জীবনে আসলে বিনোদন নাই। আপনার একটু এন্টারটেইনমেন্ট দরকার। চাইলে ওষুধ ও দিতে পারি, খেলে রিল্যাক্স লাগবে।

আমি আরো বিষণ্ন হয়ে পড়লাম। সারা জীবনই মূল পেশার পাশাপাশি যেটা করেছি সেটাকে সবাই বিনোদন বলেই জানে। যেমন নাটক, গান, লেখালেখি ইত্যাদি। প্রফের আগের রাতে অনুষ্ঠান করার মত কান্ড ও আছে। পরীক্ষা নিয়ে কোন টেনশন হতো না বলে আমি প্রায়ই টেনশনে পড়ে যেতাম।

সেই আমাকেই কিনা শুনতে হচ্ছে....!!!!!!! চার্লি চ্যাপলিনের সেই বিখ্যাত গল্পটা মনে পড়ে গেল। বিষণ্ণতায় আক্রান্ত চ্যাপলিনকে নাকি ডাক্তার বলেছিলেন “ একটু রিল্যাক্স হোন। চ্যাপলিনের ছবি দেখুন। “ যাই হোক আমি বিনোদনের সন্ধানে বেরুলাম। জুকার বার্গের দুনিয়ায় ঢুকলাম।

দুটো মজার খবর দেখলাম, লন্ডনে বঙ্গবন্ধুর পিত্তথলির অপরেশন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান। ভীষণ হাসলাম অনেকদিন পর। আরেকটা দেখলাম, বিক্রমপুরে মোল্লাদের দ্বারা হুমায়ূন আজাদের কবর ভাঙ্গার চেষ্টা । আবারো হাসলাম। দুটি ঘটনার কুশীলবরা সম্পূর্ণ ভাবে দুটো বিপরীত মেরুর তবু কোথায় যেন এদের ভেতর মিল আছে।

সম্ভবত নির্বুদ্ধিতায়। যাই হোক ভাল বিনোদন হলো। হালকা লাগছে। মনে হচ্ছে এ যাত্রায় ওষুধ লাগবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.