আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা এখন স্নিগ্ধ বিনোদনের নগর

রিকশায় ছেলে অনিককে নিয়ে ঘুরছেন ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম। ১২ বছরের শিশু ও তার বাবার কাছে কর্মব্যস্ত রাজধানী এখন অন্য রূপে ধরা দিয়েছে। পথচারীদের চঞ্চল পায়ে ছোটা, যানবাহনের গ্যাঁট হয়ে থাকা জট, কান ঝালাপালা করা ভেঁপু, অসহিষ্ণু মানুষের চিত্কার-চেঁচামেচি একদম নেই; বরং আছে উত্সবমুখর এক স্নিগ্ধ পরিবেশ। এর মধ্যে জৌলুস আছে, উগ্রতা নেই। এ অন্যরকম এক সৌন্দর্য।

শ্যামলীতে আজ সকালে ঈদের নামাজ আদায় করেছেন আমিনুল ইসলাম। নয়টার দিকে ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। উচ্ছ্বসিত কণ্ঠে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘ভাই, ঢাকার কদর আজ সবাই করবেন। ঈদে যাঁরা ঢাকা ছেড়েছেন, তাঁরা তো বোধ হয় আজকের দিনটির জন্য আফসোস করবেন।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.