রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই হিন্দি গান- এক কথায় অতুলনীয়। এর সুর মাধুর্যের কোন তুলনাই হয় না। হিন্দি গান শুনতে শুনতে কখন যে সুরের মূর্ছনায় মূর্ছিত হয়ে যাই নিজেই বুঝতে পারি না।
হিন্দি ভাষা খুব একটা বুঝিনা তাই গানের কথাও খুব একটা নাড়া দেয় না। আসলে হিন্দি গানের প্রধান দিকটাই হচ্ছে এর সুর, আর যার সমস্ত অবদান এর সুরকারদের।
যেই অসামান্য সুর-সাধনা তারা দেখিয়ে যাচ্ছেন, তাতে এ আর রহমানের আগে অন্তত আরও দশবার অস্কার পাওয়া উচিত ছিল।
যারা হিন্দি গান ভালো লাগেনা বলে ভাব নেয়, তারা আসলে গানের কিছুই বুঝেনা। তাদের বুঝানোর জন্যই আমার এই পোষ্ট।
উল্লেখ্য. গানের ভিডিওগুলো কিঞ্চিত পরিবর্তিত
১। নেশা হ্যায় প্যায়ার কা নেশা হ্যায়
সিনেমাঃ মান
সুরকারঃ সাঞ্জিভ দার্শান
২।
পেহেলি নাজার মে
সিনেমাঃ রেস
সুরকারঃ প্রীতম চক্রবর্তী
৩। তেরি মেরি
সিনেমাঃ বডি গার্ড
সুরকারঃ হিমেশ রেশমি
৪। হরে রাম
সিনেমাঃ ভুলভুলাইয়া
সুরকারঃ প্রীতম চক্রবর্তী
৫। ক্যায়া মুঝে পেয়ার হ্যায়
সিনেমাঃ ওহ লামহে
সুরকারঃ নিলেশ মিশরা
এরকম আরও শত শত ভুবন ভুলানো গান রয়েছে। কিন্তু স্থানের অভাবে দেওয়া গেলনা ; শ্রোতারা চাইলে মন্তব্যে দেওয়া যাবে।
হিন্দি গানের সকল ভক্তদের জন্য শুভকামনা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।