আমাদের কথা খুঁজে নিন

   

দারুণ সব অনুষঙ্গ

এবার ফিরাও মোরে; লয়ে যাও...

হোসেন শহীদ মজনু লোলুপ হাওয়ার বেসামাল লম্ফঝম্ফ! চাঁদ-বিনে স্ফিত বিড়ালচক্ষু অাঁধার চিরে জানালার কার্নিশ ছুঁয়ে কিছু একটা গল্প ফাঁদে। ড্রেসিং-টেবিলে জ্বলন্ত চোখ নাকি সেই গল্পের প্রতিভাসে জেগে ওঠে নিবিড়-চাষে মগ্ন কোনো এক তরুণ! ততক্ষণে অবশ্য হাওয়াদের ছুটি মঞ্জুর, ঘর্মাক্ত কপোল-গণ্ডদেশ মুছে আর তরুণ ভাবে_ 'বিয়ের রাতে বিড়াল মারা' হল না। তারপরও তার যেন খারাপ লাগে না, বরং সন্তুষ্টি ছুঁয়ে থাকে... সকালটা ঢুলুঢুলু, দুপুরটা ভাত-ঘুম! বিকালটা অস্থির, সন্ধ্যাটা যাচ্ছেতাই কেমন যেন দাঁড়ায়_ ঠাঁয়! রাতটা বড্ড মদির, উনুনে হাপর কিংবা দুই পাহাড়ের মাঝে অনন্ত সাঁতার, খলবলিয়ে সারা গা, শিরশির শীৎকারে! নতুন ব্র্যা-সায়া-ব্লাউজ-লালশাড়ি_ ভাঁজভাঙ্গা গন্ধ ছাপিয়ে শরীরের...! সোল্লাসে হাতায় আপাদমস্তক! রাত পোহালেই নতুন দিন_ আতর-সুরমাবিলাস! রাতের স্বাদটা লেগে থাকে দেহ-মনে! ঈদ; ছুটি; বিয়ে দারুণ সব অনুষঙ্গ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।