বিশ্ব এগিয়ে যাচ্ছে , কোন সন্দেহ নেই তাতে । মানুষ হয়ে উথেছে আধুনিক এবং মননমনা । তাদের এখন আছে নিজস্ব মত এবং মতের ভিন্নতা সাথে সাথে রয়েছে মত প্রকাশের নানা প্লাটফর্ম । এদের ভিতর নিঃসন্দেহে ব্লগিং দারিয়ে আছে তার নিজস্ব স্বকীয়তা নিয়ে ।
নানা কারনে ব্লগিং হয়ে উথেছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম ।
একটি প্রধান কারন হল মত প্রকাশের স্বাধীনতা এবং সে সম্পর্কে অন্যদের মনভাব জানতে পারা । এবং তা একেবারে ফ্রি । সুতরাং দেখা যায় একেবারে কোন ব্যয় ছারাই আমরা আমাদের কথা , মত , ভাবনাগুলি শেয়ার করতে পারছি সবার সাথে । এটি আসলেই একটি অসাধারন ব্যাপার ।
আমাদের দেশে বাংলা ভাষায় যে ব্লগিং হচ্ছে বেশ কয়েকটি কমিউনিটি ব্লগে তার মান যথেষ্ট ভাল , কনটেন্ট ও ভাল ,ভাল লেখক ও আছেন কিন্তু বাধ সাধে বিপুল পরিমানে বস্তা পচা ব্লগারও আছেন যাদের ভিড়ে ভাল ব্লগার ও তাদের গঠনমূলক লিখাগুলি হারিয়ে যায় ।
যদিও এ ব্যাপারে কিছুই করার নেই কেননা এটি মত প্রকাশের উন্মুক্ত স্থান যেখানে সবাই সমান ,সবাই তার কথা বলবেন এটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য ।
কিন্তু কিছু বিষয় আছে যেগুলুর কারনে সুস্থ ,সুন্দর ও চিন্তাশীল লিখাগুলি পিছনে পরে যায় । কিছু কমন টপিক আছে আমি সেগুলার নাম বলতে চাচ্ছিলাম না কিন্তু আমার মত নতুন ব্লগারদের জন্য বলছি ভাদা-ছাগু,আওয়ামিলিগ-বিএনপি, আস্তিক-নাস্তিক, মুস্লিম-হিন্দু ইত্তাদির ভিড়ে অন্য টপিক যেগুলু আমাদের জীবন সাথে সম্পর্কিত , যেগুলু লিখতে লেখকের মেধা ও মননের প্রয়োজন পরে সেগুলু হারিয়ে যায় কেননা ওইগুলুতে আলোচনা হয় না তেমন ।
ছোট্ট করে একটি উদাহরন দেই আমার নিজের অভিজ্ঞতার । আমি নিজেও উপরে বর্ণিত টপিকগুলুতে লিখি এবং এই পর্যন্ত যা লিখেছি তাতে বেশির ভাগই রাজনইতিক লিখা যেখানে আমার নিজস্ব একটি মত আছে ।
আমি কিছুদিন আগে একটি রাজনৈতিক ব্যাক্তির মৃত্যুর সংবাদে লিখায় সেই টপিকটিকে রাজনৈতিক রুপ দিয়ে মারাত্তক একটি হিট বানান হল । অথচ ওই লিখাটি লিখতে আমাকে কন বেগ পেতে হয় নি ত্রিশ মিনিট লেগেছিল বেশি হলে কিন্তু এই যে আমি এখন লিখছি এটি প্রায় এক বিশ মিনিট হতে যাচ্ছে কেননা এখানে আমাকে চিন্তা করতে হচ্ছে স্বাভাবিক ভাবেই অনেক বেশি কিন্তু এই লিখাটিতে হিট পাওয়া যাবে না কিন্তু পাব এক রকম মানসিক শান্তি যা আমাকে আনন্দ এবং উৎসাহ দেয় নতুন সৃষ্টির ।
তো যা বলছিলাম যে প্রবন্ধ টাইপের লিখাগুলি এবং কিছু লাইফ রিলেটেড লিখাগুলি একটু পিছিয়ে যাচ্ছে ওই সব চরম এবং একমুখী লিখার বিষয়ের ভিড়ে । যেখান থেকে আমি মনে করি প্রত্যেক ব্লগারকেই বেরিয়ে এসে লিখতে হবে নতুন নতুন বিষয়ে যা আমাদেরকে পুলকিত করবে এবং আমাদের জানার ভাণ্ডারকে করবে আর বিশাল । তখনি আসবে ব্লগিংয়ের সুফুল আমাদের মাঝে ।
যাই হোক ওইরকম বিষয় ছাড়াও অনেকে লিখেন নানা সাম্প্রতিক এবং জীবন সম্পৃক্ত লিখা তারা আমার কথাগুলুর সাথে ও উক্ত বিষয়গুলুতে অবশ্যই একমত হবেন এবং কন রকম উৎসাহ ছারাই আপনারা লিখে যাচ্ছেন আপনাদের লিখাগুলি স্যালুট করি আপনাদের এবং অনেকের হয়ত আমার লিখার সাথে দ্বিমত আছে তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভেবে যে ব্লগে স্বাধীনভাবে মত প্রকাশের সুবিধা গ্রহন করলাম আর কি ...
একজন বিখ্যাত ব্লগারের উক্তি দিয়ে শেষ করব যার নাম আসিফ মহিউদ্দিন ভাই যার মতের সাথে হয়ত আমার যাবে না কিন্তু তার প্রতিভাতে তিনি সত্যি অসাধারন
তিনি বলেন এই ভার্চুয়াল ওয়ার্ল্ড এ কেউ একা থাকতে পারেনা ,তাকে কোন না কোন দলে থাকতে হয় নাহলে সে একা হয়ে একদিন নিঃশেষ হয়ে যায় বা অন্যরা তাকে একমুখী করে ফেলে।
আসুন সবাই মিলে এই কথাতিকে বদলাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।