আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগিংয়ের ভবিষ্যত

টুকিটাকি ভাবনাগুলো

আমি লিখতে বসলাম শোহেইল মতাহির চৌধুরীকে করা উপরুক্ত প্রশ্নের উত্তর পেয়ে (http://tinyurl.com/zu56e) । ওনার মত অপ্রিয় হলেও সত্য যে এই সামহোয়ার ইন সাইটে হয়ত শ দুয়েকের বেশী নিয়মিত ব্লগার/পাঠক নেই । তবে হতাশ হবার কিছু নেই । সামহোয়ারইনের 6 মাস বয়সে 2.5 মিলিয়ন হিট এবং হাজারের কাছাকাছি রেজিস্টার্ড ব্লগার (কতৃপক্ষ সঠিক সংখা জানালে বাধিত হব ) কিন্তু কোন অংশে কম প্রাপ্তি নয়। এখনও পশ্চিমবঙের বাঙালিদের এমন কমিউনিটি গড়ে উঠেনি ।

আমি ত মনে করি এখানে বেশ কিছু উন্নত মানের এবং বিভিন্ন ডাইমেনশনের লেখা হচ্ছে যা লিটল ম্যাগাজিন গুলো থেকে (পাঠকসংখা ও ইনটারএকটিভিটির দিক দিয়ে ) অনেকটাই বেশী কার্যকরী । এগুলো কি সমসাময়িক বাংলা সাহিত্যকে প্রভাবিত করবে না? অবশ্যই ভাল সম্ভাবনা আছে এই কমিউনিটির । এখন আসছি বিশ্বসমাজে ব্লগ কোন স্থান নিয়ে আছে । এটি পরবর্তী যুগান্তরী নেট প্রযুক্তি ওয়েব 2.0 এর অংশ । উন্নত দেশগুলোতে 50%-70% ইন্টারনেট ইউজাররা কমপক্ষে একটি ব্লগ মেইনটেইন করে ।

চিনদেশে 37 মিলিয়ন ব্লগার আছে http://tinyurl.com/nnjau যারা প্রায় সবাই চায়নীজ ভাষায় ব্লগিং করে । টেকনোরাতির গবেষনায় (http://tinyurl.com/jgfc4) ব্লগের সংখা প্রতি ছয়মাসে দ্্বিগুন হচ্ছে । সেই তুলনায় জনসংখার দিক দিয়ে বিচার করলে বাংলাদেশী ব্লগারের সংখা এখনও অনেক কম । এখন আসছি বাংলা বগিংকে আরো জনপ্রিয় করার পিছনে যুক্তি ও উপায় গুলো সম্পর্কে । প্রথমত: আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারনে ্লঅনেকেই ভাল লিখতে পারেননা ।

ইংরেজী চর্চায় আমরা যেমন গুরুত্ব দেই বাংলার পিছনে তেমন সময় ব্যয় করি না । লেখা হচ্ছে নিজের মত প্রকাশ করার একটি উপায় এবং ভাল লিখতে হলে চচ্র্চার প্রয়োজন , প্রয়োজন বেশী করে পরার। আমাদের জীবনে বই পড়ার চচ্র্চা কমে গেছে টিভির আগ্রাসনে । পত্রিকাটাও কিন্তু আমরা পড়ার সময় পাইনা । ইনটারনেট কিন্তু অনেকের ক্ষেত্রে আশির্বাদ স্বরুপ ।

আমি এমন সব পত্রিকা অনলাইনে পড়তে পারি যা নিজে হয়ত কোনদিন কিনে পড়তামনা । আর যত বেশী পড়ব আমাদের তত বেশী মত তৈরি হবে । এবং মত প্রকাশের সহজ উপায় ব্লগে লেখা । অনেকে যারা সামহোয়ারইনের নতুন লেখকদের লেখার সমালোচনা করেন তারা ভাবেন না যে কেউ মায়ের পেট থেকে লেখা শিখে আসে না । কয়েকদিন যেতে দিন এদের লেখাও আপনাদের ভাল লাগবে ।

এবং যত বেশী মত হবে এবং এগুলো নিয়ে ডিবেট হবে তত বেশী করে আমাদের সমাজের সমস্যাগুলোর সমাধানের উপায় সৃস্টি হবে । আধ্যাপক আবদুললাহ আবু সাইদ "আলোকিত মানুষ" সৃষ্টির সাধনা করছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বইগুলোকে জনগনের কাছে পৌছে দিয়ে । বাংলা ব্লগিং এর মাধ্যমে অনুরুপ কিছু করা কি সম্ভব নয়? কিন্তু সমস্যা একখানেই । আমাদের দেশে দীর্ঘক্ষন অনলাইনে থাকার সামর্থ এখনও অনেকেরই নাই (বিশেষ করে ছাত্রসমাজের) । সাবমেরিন কেবলের কোন প্রভাব এখনও ত দেখছিনা ।

তবে আমাদের দেশের সংবাদমাধ্যমগুলো একটি কার্যকরী ভুমিকা রাখতে পারে ব্লগ কর্নার বা অনুরুপ প্রচারের মাধ্যমে । আগ্রহ সৃস্টি করাটাই আসল । শোহেইল মতাহির চৌধুরী বলেছেন যে বাংলা চ্যাটিং এখনও বেশী জনপ্রিয় । আমি মনে করি যে সময়ের সাথে সাথে ব্লগিংও জনপ্রিয় হবে । কারন বিশ্বের সাথে তাল মেলাতে হলে এছাড়া উপায় নেই ।

আরেকটা ব্যপার হচ্ছে যে ব্লগিং এর প্রযুক্তগত অনেক উন্নতি সাধন হয়েছে । ওয়ারডপ্রেস, টাইপপ্যাড, ব্লগার ইত্যাদি প্রভাইডারের মাধ্যমে সম্ভব হচ্ছে প্রায় বিনা পয়সায় উন্নত ডিজাইনের কাষ্টমাইজড ওয়েবলগ বানানো । বাংলা ব্লগিংয়ের জন্য সামহোয়ার ইনের পাশাপাশি আরও লোকাল প্রভাইডার হয়ত ভবিষ্যতে আসবে । কাজেই আমি কিন্তু বাংলা ব্লগিংয়ের অফুরন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি । কিন্তু এর প্রসারে অনুঘটক হিসাবে কাজ করতে হবে সবাইকেই, যে যেভাবে পারি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.