সমবেত চেষ্টায় অংশগ্রহন।
ব্লগিং ও সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য
আমাদের আজকের আলোচনা হচ্ছে ব্লগিং আর সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য নিয়ে। অনেকেই বিশেষ করে বাংলাদেশে অনেকেই এই দুইটিকে গুলিয়ে ফেলেন বলে দেখতে পাই।
প্রথমেই ব্লগিং।
ব্লগিং হচ্ছে একান্তই নিজের কথা বলার মাধ্যম।
ব্লগ শব্দটি এসেছে ওয়েব লগ কথাটি থেকে। যারা অর্থ হচ্ছে ওয়েবে নিজের কথাগুলোকে ধরে রাখা বা হিসেব করা ।
এটাকে অনলাইন ডায়রি বলা যেতে পারে। এ ধরনের ব্লগিংয়ের সুযোগ দিচ্ছে বিভিন্ন সাইট। তার মাঝে ইয়াহ (৩৬০) আর গুগুলের (ব্লগার/ব্লগস্পট)সব চেয়ে জনপ্রিয়।
সোশ্যাল ব্লগিং:
সোশ্যাল ব্লগিং হচ্ছে এমন ব্লগ যা ব্লগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা দিয়ে আমাদের বেধে দেয়।
উদাহরন হিসেবে সামহোয়্যারের কথা বলা যায়।
এখানে প্রথম পাতার মাধ্যমে আপনার লেখা অনেকের চোখের সামনে আপনি উপস্থাপন করতে পারেন,এই পাঠকরা কিন্তু আপনার ব্লগে যান নি,আপনিই তাদের কাছে এসেছেন আপনার ব্লগ নিয়ে।
তাই এই পাঠকদের রূচি,সম্মান,আগ্রহ, এই সব বিবেচনায় রেখে আপনাকে সোশ্যাল ব্লগিংয়ে থাকতে হবে।
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে।
কিন্তু যেহেতু আমার ব্লগটি প্রথম পাতায় প্রবেশাধিকার পায় নি,আপাতত:বড়ো লেখা লিখে অন্ধকারে সুন্দরীর দিকে তাকিয়ে মুচকি হাসার মতো বোকামি করা থেকে বিরত থাকলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।