http://itmanagerblog.blogspot.com
কদিন ধরেই ঘুরে-ফিরে একটা প্রশ্ন আমাকে তাড়া করে ফিরছে। গতকদিনে এই নিয়ে অনেক পড়েছিও, নেটের রথি-মহারথি ব্লগারদের লেখা এবং তাদের সাইটে প্রকাশিত বিভিন্ন মন্তব্য। প্রশ্নটি হচ্ছে -
প্রফেশনাল ব্লগিংয়ের জন্য সম্পূর্ণ ডোমেইন (অর্থাৎ আলাদা সাইট) দরকার নিজের নামে (কিংবা যেকোন পছন্দের নামে, যেমন - http://www.yourblogname.com), নাকি ফ্রি থার্ড-পার্টি ব্লগিং সাইটই যথেষ্ট, যেমন - blogger.com কিংবা wordpress.com?
বিশ্বে যারা ব্লগিং করে অনেক আয় করছেন তারা বলছেন - প্রফেশনালি ব্লগিংয়ের জন্য আপনার সাইটটিকে ব্রান্ডিয়ের দরকার আছে। নেটে আপনার একটা ইমেজ এক্ষেত্রে আপনাকে অনেক নিয়মিত পাঠক এবং loyal পাঠক যোগাড় করে দেবে। আর আপনার ব্লগটি যদি হয় বিষয় ভিত্তিক, তাহলে পাঠক ফিরে-ফিরে আসবে আপনার কাছ থেকে নতুন নতুন কিছু জানার আগ্রহ নিয়ে।
হতে পারে আপনি শুধু লেখার জন্যই লেখেন কিংবা অনলাইনে আয় করার জন্য লেখেন। এখনতো অনেক ব্লগারই তাদের জীবিকা নির্বাহ করেন শুধু ব্লগিং করেই, যেমন - Problogger.net এর Darren Rowse ।
এই somewhere in... ব্লগে বাংলাদেশের অনেক রথি-মহারথি ব্লগার রয়েছেন, যাদেরকে আমি নিঃসন্দেহে আমার গুরু বলে জানি। তাই এমন একটা প্রশ্ন আপনাদের মন্তব্য এবং পরামর্শের জন্য এখানে নিয়ে এলাম। কি ভাবছেন আপনারা?
আপনাদের মতামত যদি এখানে মন্তব্যের মাধ্যমে কিংবা আলাদা কোন পোস্টের (পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দয়াকরে) জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
ইমেজঃ flickr.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।