আমাদের কথা খুঁজে নিন

   

চাইনিজ মোবাইল কথনঃ সিম্ফোনির এন্ড্রয়েড মোবাইল

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সম্প্রতি এই স্মার্ট ফোনের বাজারে টিকে থাকতে সিম্ফোনি আনল এন্ড্রয়েড মোবাইল। সে সাথে আমার মত যারা আম জনতা বেশী দামের জন্য এন্ড্রয়েডের স্বাদ নিতে পারছি না তাদের জন্য এটি একটি ভাল খবর।

যদিও ব্রান্ডের স্বাদ চাইনিজে মিটানো হবে আর কি!!!তাহলে আসুন দেখে নেই সিম্ফোনির এন্ড্রয়েড মোবাইল গুলো। ১. Xplorer W10 এতে রয়েছে ৮০০মেগাহার্জের প্রসেসর,এন্ড্রয়েড ওএস ভার্সন ২.৩ (জিন্জারব্রেড),৩.৫" টিএফটি ক্যাপেটিভ ডিসপ্লে,ডুয়াল ক্যামেরা (প্রাইমারী ২ মেগা.পি ও সেকেঃ .৩ মেগা.পি),১৩০০mAh ব্যাটারী ইত্যাদি। দামঃ ৭৪৯০ টাকা (৪ জিবি মেমরি কার্ড সহ) বিস্তারিতঃ Xplorer W10 ২. Xplorer W50 এতে রয়েছে ৮০০ মেগাহার্জের প্রসেসর,এন্ড্রয়েড ওএস ভার্সন ২.৩ (জিন্জারব্রেড),৩.৭৫" টিএফটি ক্যাপেটিভ ডিসপ্লে,ডুয়াল ক্যামেরা (প্রাইমারী ৩ মেগা.পি ও সেকেঃ .৩ মেগা.পি),ডিসপ্লে রেজুঃ HVGA (৩২০X৪৮০),ওয়াই-ফাই,থ্রী জি,১৩০০mAh ব্যাটারী ইত্যাদি। দামঃ ১০৯৯০ টাকা (৪ জিবি মেমরি কার্ড সহ) বিস্তারিতঃ Xplorer W50 ৩. Xplorer W25 এতে রয়েছে ৮০০ মেগাহার্জের প্রসেসর,এন্ড্রয়েড ওএস ভার্সন ২.৩ (জিন্জারব্রেড),৩.৫" টিএফটি ক্যাপেটিভ ডিসপ্লে,ডুয়াল ক্যামেরা (প্রাইমারী ৫ মেগা.পি ও সেকেঃ .৩ মেগা.পি),ডিসপ্লে রেজুঃ HVGA (৩২০X৪৮০),ওয়াই-ফাই,১৪২০mAh ব্যাটারী ইত্যাদি। এটি এখনো আসে নাই।

বিস্তারিতঃ Xplorer W25 যদিও সিম্ফোনি বর্তমান বাজারে টিকে থাকার জন্য এন্ড্রয়েড মোবাইল বের করেছে। যদিও দাম না কমায় তাহলে বাজেট আরেকটু বাড়িয়ে ব্রান্ডের এন্ড্রয়েড নেয়াই ভাল। আর যেহেতু এগুলো সিম্ফোনির প্রথম এন্ড্রয়েড ডিভাইস সুতরাং ভাল সার্ভিসই আশা করছি। তবে সিম্ফোনির ভাল দিক টি রয়েছে ব্যাটারী ক্ষেত্রে। এমনিতেই এন্ড্রয়েড ফোন গুলো ব্যাটারী হাঙ্গার নামে কুখ্যাতি লাভ করেছে।

যদি এই বিষয় অতিক্রম করতে পারে তাহলে অনেকটা ভাল করবে বলে আশা রাখি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।