আমাদের কথা খুঁজে নিন

   

লাইফ

সরাসরি বলি কৌশিক আর ফাহাদের আজকের লাঞ্চটা জম্পেশ হয়েছে । কৌশিক এ বিষয়গুলোতে খুব উদার । বলল : “পুরো কৃতিত্বটাই কিন্তু তোররে ফাহাদ” । চারটা বাস মেনেজ করা ,চেয়ারম্যান স্যারকে ফাকি দেয়া , অবশেষে টাকাগুলো কেটে বের করা । আসলেই খুব আনন্দ হচ্ছে কৌশিকের ।

দুজনে একেবারে দেখিয়ে দিয়েছে । কৌশিক এ বিষয়গুলো ভাল বোঝে । আর কাজটা পাওয়ার জন্য ফাহাদও কৌশিককে নম: নম: করতে কুণ্ঠিত নয় মোটেও । দুবন্ধু প্রতিবছর এই শিক্ষাসফরের সময়টা একেবারে মুখিয়ে থাকে । এ কয়েকবছরে ওরা দুজনে শিক্ষাসফরগুলো একেবারে মাতিয়ে দিয়েছে ।

গতবার ল্যাপটপ তো প্রায় হয়েই গিয়েছিল । বজ্জাত রশিদ কিসের কি গন্ধ পেল , হইচই হবার উপক্রম । তারপর সিম্ফনিতেই খুশি থাকতে হয়েছে । কৌশিক ভোলেনি । এ জন্য , চেয়ারম্যান স্যারের কাছে রসিদের এ টু জেড সুনাম করে এসেছে দুজনে ।

পহেলা বৈশাখে ,বসন্তের কনসার্টে হীরা-আলমের দাপট ওদের গায়ে আগুন ধরিয়ে দেয় । কৌশিক-ফাহাদ শত চেষ্টা করেও ও জায়গায় হাত দিতে পারেনি । আর হাত দেয়াও যাবেনা । ফলে যেটা হয়েছে , ওদের বিভাগের শিক্ষাসফর , নবীন বরন এসবই ভরসা । আর এবারের অঙ্কটা একেবারে আলাদা , সবচাইতে বেশি ।

তবে দুর্মূল্যের বাজারে-মুদ্রাস্ফীতির গ্রাসে এসব অঙ্ক আর বেশিদিন চাঙা রাখেনা । স্বপ্নটা তাই প্রতিবারই সীমানা ছাড়ায় । দুটো মোর প্যাকেট নিয়ে আসো /কৌশিক নো স্মোকিং জোন স্যার /হোটেল বয় দুজনে বেড়িয়ে এলো – মোর কেন রে ? / ফাহাদ এ কয়েকটা দিনই তো /কৌশিক সুখের টান দিতে দিতে শপিং কমপ্লেক্স এ পৌছুলো দুজন । পছন্দের কিছু কিনল । বাড়ি ফেরার আগে আড্ডা হয়ে গেল ইব্রাহিমের বাসায় ।

গিয়ে দুজনেই অবাক । বোতল শর্ট পড়েছে । সময় নেই ,ফাহাদ ঝটপট চার হাজার ফেলল। দপ করে চোখ জলে উঠলো ইব্রাহিমের । তোরা সময় নিয়ে এসেছিস তো ? একটু বোস ।

-- এই বলে ফাহাদ বেড়িয়ে গেল । দিনভর মাল টানে আর প্রতিবারই দেখি বোতল আনা লাগে / কৌশিক ইব্রাহিম ফিরলে কৌশিক-ফাহাদের চোখ জ্বলে উঠে । দৃষ্টিটা লোলুপ হয়ে পড়ে মুহূর্তেই । দুটো বোতল নিয়ে দুজন একেবারে লা পাত্তা । ছাদে উঠে গেল ।

ইব্রাহিম বিছানা নিয়ে এলো ছাদে । তিন বন্ধু এবার চলে গেল অন্য জগতে , অন্য কোন খানে , যেন অন্য গ্রহে । মিটিমিটি তারার ঐ আকাশপানে চেয়ে- ইব্রাহিমের আজ অভিজাত নেশায় উৎফুল্ল বিহঙ্গ মন পাখা মেলেছে । বালিকা বন্ধু প্রোজেক্ট চাঙা করার স্বপ্ন ফাহাদের । আর কৌশিক একেবারে টাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।