আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল লাইফ and রিয়েল লাইফ

ওরা দিনের আধারে ঘুমায় ওরা রাতের আলোতে হাটে ইটের দেয়ালে মাথা রেখে ওরা হৃদয় খুলে হাসে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ কখনো এক না ,আমি অন্তত এক বলে মনে করি না …,বাস্তবে একজন এক রকম আর ভার্চুয়ালে দেখা যায় আরেক রকম ,শুরু থেকে আমি ফেইসবুকে কিংবা ব্লগে শুধু মাত্র মজা নেয়ার জন্য আসতাম ,এটাকে সিরিয়াসলি নিলেই দেখবেন কম্প্লিকেশন, ফেইসবুক মানুসকে অনেক কাছে এনে দিয়েছে হয়্ত কিন্তু কখনই এটা সামনা সামনি যোগাযোগের মত গ্রহনযোগ্যতা অর্জন করতে পারে নি ,, প্রসংটা হলো ফেইসবুককে কি সিরিয়াসলি নেয়ে উচিত ?অর্থাৎ ফেইসবুকের দ্বারা কি আমি আমার বাস্তব জীবনকে প্রভাবিত হতে দিব? ,,আপনাদের উত্তর জানি না ,কিন্তু আমার মনে হয় ফেইসবুকের চ্যাটিং কিংবা অন্যান্য কথাবার্তার দ্বারা বাস্তব জীবনকে প্রভাবিত করা মোটেও ঠিক হবে না,, এ প্রসংগে একটা উদাহরন দেই যেটা প্রায় অনেকের সাথে হয় ,,ধরুন 'ক' এবং 'খ' ভালো বন্ধু ছিলো ,,ফেইসবুকে আসার পর একসময় 'ক' 'খ' কে ফটো ট্যাগ করা শুরু করলো ,,প্রথম দিকে 'খ' এটা স্বাভাবিকভাবেই নিত, কিন্তু একপর্যায়ে সে এটার দ্বারা বিরক্ত হওয়া শুরু করলো এবং তাদের বাস্তব জীবনের সম্পর্কে এটা প্রভাব ফেললো ,,অথচ একটু ফ্রিলি ভাবলে হয়ত দেখা যাবে 'ক' এমনি ফান হিসেবে ট্যাগ করত ,,এভাবেই কিন্তু কম্প্লিকেশনের শুরু হয় যেটা সরাসরি মুখমুখি যোগাযোগে কম হয় কিংবা হয় না, সম্পর্ক গুলো এতো ঠুনকো কি ভাই ?,নিশ্চই না ,কিন্তু ফেইসবুকে অতিমাত্রায় সিরিয়াস হওয়ার কারনে এরকম হচ্ছে,,বাস্তব সম্পর্ক গুলোকে ফেইসবুকে সম্পর্কের সাথে খুব বেশি মেলাবেন না ভাই ,,নাহলে এক সময় দেখবেন বাস্তব জীবনের প্রাইভেসী সোভারেনটি সব ক্ষেত্রে এই ভার্চুয়াল complication হস্তক্ষেপ শুরু করবে ,,তাই এটাকে নির্মল বিনোদন এবং আপডেট পাওয়ার মাধ্যাম হিসেবে দেখলেই সব্চেয়ে ভালো হয়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.