আমাদের কথা খুঁজে নিন

   

নতুন যুবরাজ নিয়োগে ক্ষুব্ধ শাহজাদা তালাল বিন আব্দুল আজিজ

সৌদি প্রিন্স সালমান বিন আবদুল আজিজ যুবরাজ ঘোষিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আরেক সিনিয়র সৌদি শাহজাদা তালাল বিন আবদুল আজিজ। তিনি এই নিয়োগের নিন্দা জানিয়ে বলেছেন, সৌদি আরবের আনুগত্য পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই প্রিন্স তালাল লন্ডন-ভিত্তিক আরবি দৈনিক ‘আল-কুদস আল-আরাবি'-কে দেয়া সাক্ষাৎকারে সালমানকে যুবরাজ নিয়োগ দেয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তালাল বলেন, ৭৭ বছর বয়সী সালমানকে যুবরাজ ঘোষণার ব্যাপারে আনুগত্য পরিষদের সিনিয়র প্রিন্সদের সঙ্গে আলোচনা করা হয়নি। এর আগে যুবরাজ পদে নায়েফ বিন আবদুল আজিজের নিয়োগটিও আনুগত্য পরিষদের বিচ্যুতির প্রথম পদক্ষেপ ছিল বলে তিনি মন্তব্য করেন।

ক্যান্সার-আক্রান্ত নায়েফ সম্প্রতি মারা গেছেন। সৌদি আরবের সর্বশেষ দুই যুবরাজ নিয়োগের ক্ষেত্রে রাজকীয় প্রথা লঙ্ঘন করা হয়েছে বলে তালাল মত প্রকাশ করেন। যুবরাজ নিয়োগের নতুন পদ্ধতি একবিংশ শতাব্দির উপযোগী নয় বলেও তিনি মন্তব্য করেছেন। সৌদি আরবে শাসনতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত বলে তালাল উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান পদ্ধতির রাজতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে।

এর আগেও তিনি এই একই দাবি তুলেছিলেন। বয়োঃবৃদ্ধ যুবরাজদের ক্ষমতায় আরোহণ করতে দেয়ার ঘটনায় সৌদি আরব সোভিয়েত ইউনিয়নের মত ভেঙ্গে পড়তে পারে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ গুরতর অসুস্থ হয়ে পড়ায় দেশটির রাজপরিবারে উত্তেজনা জোরদার হয়েছে। প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.