আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ভারতের সংবাদমাধ্যমের ন্যাক্কারজনক প্রতিক্রিয়া

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

ঠিক ৪ বছর আগে বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের পর ভারতীয় সংবাদমাধ্যমের অবিশ্বাস্যরকম তাচ্ছিল্যকর এবং অশালীন রিপোর্ট নিয়ে এখানেই ব্লগ লিখেছিলাম । সামহোয়ারের সার্ভার আপডেটের সময় সেই পোস্টটি হারিয়ে যায় । ভাবিনি , ৪ বছর পরে আবার একই কথাগুলি লিখতে হবে । ভারতীয় সাংবাদিকদের সবার অভিযোগ তারা উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে কোন ক্রিকেট খুঁজে পাননি , তাই পরিস্কার করে বলে দেয়া হয়েছে , গতকালের অনুষ্ঠান ছিল নিছক "আলোর জলসা" স্টেডিয়ামের বাইরে জটলা থেকেই বিরক্তির শুরু । অব্যবস্থপনা , ভীড় , আর ভারতীয় বড়-লাট সাংবাদিকদের গোস্যার সূচনা তখনই প্রেস-বক্সে নাকি শব্দ শোনা যায়নি , টেকনিশিয়ানরা কেউ ছিলেন না , সময়মত কিছুই শুরু হয়নি।

কে জানে কোন ঐশীবলে পুরো অনুষ্ঠানটা হল । এত বে-ইজ্জতির মাঝে একটা ক্রেডিট অবশেষে মিলল । লেজার শো নাকি বাংলাদেশের মান-আব্রুর পুরোটা যায়নি। বাংলাদেশের দর্শকদের রুচিবোধ আর গান বোঝার ক্ষমতা নিয়ে তোলা হল প্রশ্ন । ব্রায়ান অ্যাডামসে তাদের বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হল ।

ক্রিকেট অনুপস্থিত এই ধুঁয়া তুলে পুরো অনুষ্ঠানটিকে আরেকবার বলা হল বিচিত্রানুষ্ঠান । শিরোনামগুলো শুধু পড়ুন , পরিস্কার হতে শুরু করবে তাদের মনোভাব । তাদের ভাষায় তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হতেই । শুধু তাই নয় , বাংলাদেশী সাংবাদিকরা নাকি বলেছেন , এটি জঘন্যতম উদ্বোধনী অনুষ্ঠান । সংবাদ সম্মেলনকে পুরোপুরি ফ্লপ শো বলেই থেমে যাননি ।

আকারে ইংগিতে এও জানানো হল , শেরাটন আর বুড়িগঙ্গার মাঝে সেরকম কোন পার্থক্য নেই । ক্রিকেট অধিনায়কদের সাংবাদিক সম্মেলন যেটি হল , সেটিকে বলা হল ঘুমিয়ে পড়ার জন্য আদর্শ স্থান : দিল্লীতে কি কি গল্প বলা হচ্ছে সেদিকে নজর দেয়া যাক : Click This Link টাইমস অব ইন্ডিয়া শুরুই করল এভাবে : Thursday's World Cup 2011 opening ceremony at the Bangabandhu Stadium here tasted like overcooked biryani. এরপরেই তারা করুণাবোধ করেছেন আয়োজনের দৈন্য দেখে : It is a pity really, for it had all the trappings of a super show. There was simply no one to put it together into big, colourful bouquet. রিকশাযাত্রাটাও পুরো ফেইল , কারণ হুড তুলে দেয়ায় কাউকে নাকি দেখা যাচ্ছিল না : The captains' rickshaw ride was supposed to be one of the highlights of the show, but it failed to enthuse the spectators as the skippers were almost hidden under the colourful hoods that ought to have been kept folded in the first place. সবশেষে তাদের ভাষ্যমতে দর্শকদের টিকেটের টাকা পুরো মাঠে মারা গেছে , এহেন বাজে একটা অনুষ্ঠানের প্রেক্ষিতে । নিন্দা থেকে রেহাই পাননি ব্রায়ান অ্যাডামসও । তার বাজে পারফর্মেন্স নাকি দর্শকদের টাকা উসুলের শেষ আশাটাও মাটি করে দেয় : With opening ceremony tickets priced as high as Taka 1,000, 5,000 and 10,000, spectators, who had to queue up for hours to get into the stadium, had every reason to feel let down by a show that even Bryan Adams could not lift with his versatility. (আপডেট হবে..)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.