আমাদের কথা খুঁজে নিন

   

পাগলা ভোলা

ছন্দহীন জীবন বড়ই নীরস সেই বাড়িটার কী রঙ ছিলো জানিস কি না? সেই বাড়িতে জানলা ছিলো? —তাও জানি না গেট ছিলো কী? —হয়নি খেয়াল দরজা-দেয়াল? ছাদ ছিলো না টিনের চালা? —বলতে হবে? কেমন জ্বালা কোন কচুটা জানিস তবে? মারলে দুটো স্মরণ হবে? —এটুক জানি : ঠিক এপথে ঐ যে বাড়ি এবং জানি ঐ বাড়িতে এক যে আছে রাজকুমারী রাজকুমারী পুরুষ-নারী--কোন জাতি রে? —বলছি, তবে সময় দিও; ভাবতে হবে--এই খাতিরে এটুক জানি : ঝিনুক যেমন নিজের ভেতর বৃষ্টিফোঁটা আটকে নিয়ে সাগরতলে যায় লুকিয়ে রাজকুমারী তেমনি আমার হৃদয়ফোঁটা হরণ করে নিজের ভেতর রাখছে ধরে সেই ফোঁটাটা আনবে ছিঁড়ে? ফেলতে হবে তার আগে তার শরীর চিরে তাই আমাকে বাঁচতে হলে হৃদয়টাকে আনতে হলে রাজকুমারী পূর্ণটাকেই আনতে হবে এখন দেখি পাগলা ভোলা তোর কথাটাই মানতে হবে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।