আকাশ দেখতে চেয়েও
দেখতে পারিনি আকাশ,
মেঘ বালিকার নগ্ন দেহ
আমায় করেছে হতাশ।
বাতাস কে ধরতে চেয়েও
ধরতে পারিনি তারে,
আমার আগে কাল বৈশাখী
পাগলা চাবুক মারে।
আগুনে পুঁড়তে চেয়েও
হলোনা আমার পোঁড়া,
আমার মত কেউ কি আছে
বেতাল-পাগলা ঘোড়া।
নদীর জলে ডুব দিতে চাই
নদী বলে ভাগ,
জোঁস্না গায়ে নাচতে গিয়ে
গায়ে কলঙ্কের দাগ।
সেবু মোস্তাফিজ
অর্চি মিডিয়া সেন্টার
পীরগঞ্জ-রংপুর।
২৯/০৩/২০১১
রাত-৯টা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।