আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে মোনালিসার বাগদান, ডিসেম্বরে বিয়ে

তাশফী মাহমুদ রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিনয়শিল্পী ও মডেল তারকা মোনালিসার বাগদান হলো। তাঁর হবু বর ফাইয়াজ শরীফ। বাবা-মায়ের একমাত্র ছেলে। যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘদিন। পড়াশোনা করেছেন সেখানেই।

এখন যুক্তরাষ্ট্রে চাকরি করছেন। মোনালিসার সঙ্গে তাঁর পরিচয়টা আগেই হয়েছিল। সম্প্রতি ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যান মোনালিসা। সেখানে পারিবারিকভাবে তাঁর বাগদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনালিসার বোন মুনিরা আশরাফ, তাঁর স্বামী মানিক এবং ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিল্পী।

যুক্তরাষ্ট্র থেকে মোনালিসা এখন লন্ডন এসেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, ২৪ জুন তিনি দেশে ফিরছেন। দেশে ফিরে বাগদানের খবরটি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবেন। তাঁর বিয়ের অনুষ্ঠান হবে ঢাকায়, এ বছরই ডিসেম্বরে।

সূত্র----প্রথম আলো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.