মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন এবং তার হৃদযন্ত্র চালু করার জন্য বৈদ্যুতিক শক দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তার অবস্থাকে ‘সংকটাপন্ন' বলে অভিহিত করেছে এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে তার শ্বাস কাজ চালানো হচ্ছে। অপর এক খবরে বলা হয়েছে তাকে 'ক্লিনিকালি ডেড' ঘোষণা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, ৮৪ বছর বয়সী মুবারক কারাগারের ভেতর জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘মেনা' বলেছে, মুবারকের হৃৎপিন্ড বন্ধ হয়ে গিয়েছিলো এবং বৈদ্যুতিক শক দিয়ে তা পুনরায় চালু করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ মুবারককে ‘তোরা' কারাগারের কাছের উপশহর ‘মাদি'র সামরিক হাসপাতালে সরিয়ে নিয়েছে। ওই হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে বলে একাধিক বার্তা সংস্থা জানিয়েছে।
গত ২ জুন মুবারককে কারাগারে পাঠানোর পর থেকে তাকে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। তাকে নিয়ে এর আগে সংবাদপত্রে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, মুবারকের হৃৎপিণ্ড দু'দফা বন্ধ হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী কবরের স্থান ঠিক করে রেখেছেন। আরেকটি খবরের শিরোনাম ছিল-ছেলে গামালকে মুবারক বলেছেন, "সেনাবাহিনী তাকে হত্যা করতে চায়।
"
কিন্তু গত ১৩ জুন মুবারকের স্বাস্থ্য স্থিতিশীল বলে জানিয়েছেন মিশরের এক কারা কর্মকর্তা। মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা'ও সে সময় জানিয়েছিল, মুবারকের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে।
চীনের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল সিসিটিভি'র কায়রো প্রতিনিধি শরিফ আত-তাওয়ানি জানান, "মিশরের বিশ্লেষকরা মনে করছেন, জনগণের সমবেদনা কুড়িয়ে কারা হাসপাতাল থেকে বাইরে সরিয়ে নেয়ার জন্য মুবারকের অসুস্থতাকে বাড়িয়ে প্রচার করা হচ্ছে। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।