মেঘে মেঘে অলস বেলা ...
মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের মোট সম্পদের পরিমাণ চার হাজার থেকে সাত হাজার কোটি মার্কিন ডলার। দেশটির বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় এসব সম্পদের বেশির ভাগের মালিক হন তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১৯৮১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট হন মোবারক। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তাঁর সম্পদ পরিবাবের সদস্যদের নামে বিভিন্ন খাতে বিনিয়োগ করেন।
এখন তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার থেকে সাত হাজার কোটি মার্কিন ডলারের মধ্যে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমানে জামাল বলেন, প্রেসিডেন্ট মোবারক সামরিক ও সরকারের সঙ্গে যৌথ ব্যবসায় সংশ্লিষ্ট। সেই সূত্র থেকেই তাঁর সম্পদের হিসাব পাওয়া গেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট মোবারকের শাসনামলে ব্যাপক দুর্নীতি হয়েছে। ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য তিনিও দুর্নীতির আশ্রয় নেন।
তাঁর সম্পদ মিসরের বাইরের কোনো ব্যাংকে রাখা হয়ে থাকতে পারে। সেটি ব্রিটেন বা সুইজারল্যান্ডের কোনো ব্যাংকেও হতে পারে। আইএএনএস,প্রথম আলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।