আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে ‘শিগগিরিই মুক্তি পাচ্ছেন হোসনি মুবারক’

সরকারি কৌঁসুলিরা একটি দুর্নীতির মামলায় তাকে খালাস দিলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মুক্তি পাবেন বলে সোমবার জানান ফরিদ। মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মুবারকের আসন্ন এ মুক্তির খবরকে অকস্মাৎ আরেক বিপত্তি বলেই মনে করছেন বিশ্লেষকরা। দুর্নীতির নানা মামলার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আটক আছেন মুবারক। এর মধ্যে অর্থ আত্মস্যাতের একটি মামলায় ইতোমধ্যেই মুবারককে খালাস দিয়েছে আদালত। এখন তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির আরেকটি মামলা।

এ মামলাটি খুব শিগগরিই নিষ্পত্তি হবে জানিয়ে ফরিদ রয়টার্সকে বলেন, এ প্রক্রিয়া শেষ হতে ৪৮ ঘণ্টার বেশি সময় লাগবে না। ফলে এ সপ্তাহ শেষেই তার মুক্তি পেয়ে যাওয়ার কথা। তবে বিচার বিভাগীয় একটি সূত্র মুবারকের মুক্তির বিষয়টি নিশ্চিত না করে বলেছেন, বিচারিক কর্তৃপক্ষ তার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত দু’সপ্তাহ তাকে কারাগারেই থাকবে হবে। ২০১১ সালে বিক্ষোভকারী হত্যা মামলায় সম্প্রতি মুবারকের পুনর্বিচার চলছে। কিন্তু এ কারণে তার জেলে থাকার প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে খবরে।

২০১১ সালের এপ্রিলে আটক হন মুবারক। তার শাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভকারী হত্যা বন্ধ করতে ব্যর্থতার অভিযোগ গত বছরের জুনে সাবেক এ স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মিশরের একটি আদালত। পরবর্তীতে আপিল আদালত সে রায় বাতিল করে পুনর্বিচারের নির্দেশ দেয়। মুবারক মুক্তি পেলে মিশরের বিপ্লব শতভাগ ব্যর্থ হবে এবং দেশটির সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।