জীবনে এমন একটা সময় আসতে পারে যখন কাউকে হারানোর ব্যাথা মানুষকে তাড়া করে বেড়ায়, যে হয়ত কোনোদিনো তার ছিল বা ছিলনা । তারপর অব্যাহত ভাবে সেই আলেয়ার পিছনে যে আবেগগুলো তাকে ধাবিত করে থাকে- একাকিত্ব, জেদ ও হতাশা। এর মধ্যে শেষ দুটা কারন একসময় থাকবেনা এবং হাস্যকর মনে হবে। কিন্তু প্রথমটা মারাত্মক। এটা ঐ মানুষটাকে একটা তলাহীন ঝুড়ি বানিয়ে ছাড়ে। তবে একাকীত্ব ঘুচানোর জন্য আবারও সেই আলেয়ার যদি পিছনে ছুটে চলা হয় তখন সমস্য দীর্ঘায়িত হয় এবং সে নিজের ও তার প্রিয় মানুষের কাছে নিজের অবস্থান হারায়। তাই সমস্যার সমাধান আলেয়ার দিকে ছুটে চলা নয় বরং তার বিপরীতদিকে ছুটে চলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।