আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্ব...

কেন আমি বদলে গেলাম, জানেনা কেউ তার পেছনের গল্প। আমি ছিলাম স্বপ্ন বিলাসী, নিজের যত ইচ্ছা তা স্বপ্ন ক্ষণেই বুণি । ইচ্ছা ছিল মেঘ হব, ঘূরে বেড়াব সারাটা আকাশ জুঁড়ে, তবে পারিনি তা পূরণ করতে । নাম না জানা এক বাতাসে ঝড়ে পড়েছি তোমার পৃথিবীর বুকে । তুবুও আমি কষ্ঠে নেই আমার কালো ছায়া এখন রূপ নিয়েছে রংহীন অশ্রু হতে বৃষ্টিতে।

আমার বিনাশে সবুজ শ্যামলে ভরে দিয়েছি তোমার পৃথিবীর বাগানটাকে । যেন রেখ, কারও কষ্ঠই বৃথা যায় না একদিন আমার প্রয়োজনে লাগবেই তোমার তোমার পৃথিবী যখন দঃখ আর একাকিত্ত্বে হবে ওষ্ঠাগত প্রায় । আমি তখন আবারও মেঘ হব, আমার ছায়ায় স্থান দেব তোমায়। কারণ আমার আসা যাওয়া শুধু তোমার জন্যই। তাই আনুরোধ করছি আমায় দূরে রাখতে কোন ছায়া আশ্রয় নেবে না তুমি ।

দুর থেকে বহুদুর থাকব আমি, তবুও আমার মেঘটুকু তোমায় ভুলিয়ে দেবে তোমার একাকিত্ত্বকে... কোন এক কাঠ ফাঁটা দুপুরে.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।