আমাদের কথা খুঁজে নিন

   

ভেজাল

আমার ছেলে কলা খেতে চায়, আমি বলি, কলা কার্বাইড দিয়ে পাকায়, এটা খাওয়া যাবেনা। আম, আপেল, আঙ্গুর খেতে চায়, বলি ফরমালিন আছে, স্বাস্থের জন্য খুবই খারাপ। এবার বায়না ধরে, তাহলে লজেন্স দাও, সেটাও দেইনা কারন লজেন্স এ কৃত্রিম রং আছে, কিডনি নষ্ট হয়ে যাবে। চিপস দিতেই হবে, আবারও মানা করি, চিপস এ টেস্টিং সল্ট আছে, এতা খেলে ব্রেইন এর ডেভেলপমেন্ট হবেনা। জুসের প্যাকেট হাত থেকে ফেলে দেই, প্রিজারভেটিভ আছে তাই। শেষে বাদাম কিনে দিয়ে শান্ত করি। কেউ যদি বাদাম ভাজা এ ভেজাল সম্পর্কে কিছু জেনেও থাকেন প্লীজ আমাকে জানানোর দরকার নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।