এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! খাদ্যে ভেজাল, পথ্যে ভেজাল ভেজাল শতশত ভেজাল ছাড়া থাকছে না কেউ অনাহারীর মত। কথ্যে ভেজাল, তথ্যে ভেজাল ভেজাল প্রচারণায় রীতিমত ভুগছি সবাই নিত্য প্রতারণায়। পদ্যে ভেজাল, গদ্যে ভেজাল ভেজাল কত ছন্দে দু’চোখ ভরে ভেজাল দেখে ভুগছি দ্বিধাদ্বন্দ্বে। ভালবাসায় অনেক ভেজাল ভেজাল রঙ্গ-রসে সুরে ভেজাল, তালে ভেজাল হাজার ছদ্মবেশে দুঃখে ভেজাল, কষ্টে ভেজাল সত্য বুঝা দায় ভেজাল ছাড়া বাঁচার কোন সহজ উপয় নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।