মিশরের সর্ববৃহত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন সামরিক জান্তার ‘অভ্যুত্থান' এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছে। গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রার্থী মোহাম্মাদ মুরসি বিজয়ী হয়েছে বলে যখন অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে তখন এ বিক্ষোভের ডাক দেয়া হলো। সামরিক পরিষদ এর আগে নির্বাচিত প্রেসিডেন্টের কাছে সর্বময় ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের দিন সন্ধ্যার পর হঠাত্ করে এক ডিক্রি জারি করে। এতে বলা হয়, চলতি মাসের শেষ নাগাদ বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলেও দেশের বাজেট নির্ধারণ ও সেনাবাহিনী নিয়ন্ত্রণের ক্ষমতা সামরিক পরিষদের হাতে থাকবে। ইখওয়ানুল মুসলিমিন বলছে, প্রেসিডেন্টের হাতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ না থাকলে তিনি মূলতঃ একজন ক্ষমতাহীন শাসকে পরিণত হবেন। সামরিক পরিষদ সমর্থিত প্রার্থী ও পতিত স্বৈরাচার হোসনি মুবারকের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিকের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জেনারেল তানতাভির নেতৃত্বাধীন সামরিক পরিষদ এ ডিক্রি জারি করেছে। ইসলামপন্থী দলটি আরো বলেছে, মিশরের জনগণ শত শত শহীদের রক্তের বিনিময়ে বিপ্লব সফল করলেও মুবারকের নিয়োগ করা সামরিক পরিষদ পরাজিত স্বৈরাচারের স্বার্থ রক্ষা করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার জন্য রাজধানী কায়রোর তাহরির চত্বরে আবারো বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। # অনানুষ্ঠানিক ফলাফলে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।