অনেকটা অসময়েই যেন গত সামারে মিশরে যাওয়া হল । গরমটা খুব অসহনীয় মনে হয়েছে । যাহোক মিশরের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থান গুলো ভিজিট করে অবাক বিস্ময়ে বিমোহিত না হয়ে পারিনি ।
কয়েক হাজার বছর আগে মিশরের বাদশারা - ফারাওরা - নিজেদের ইহলোকে অমর ও পরলোকেও আবার শাহানশাহ করার জন্য কী না করেছিলেন । কত সহস্র শ্রমিক ও বিভিন্ন পেশার কারিগর লাগিয়ে অজস্র অর্থ ব্যয় করে তাঁরা কতই না টেম্পল ও পিরামিড বানিয়েছিলেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।