মিশরে শেষ পর্যন্ত পতন হল মোবারকের,
তরুন যুবসমাজ, যারা সংগঠিত হয়েছিল ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে।
সমগ্র জাতি তাদের সাথে যোগ দিল। ১৮ দিন বিরামহীন অবরোধ-বিক্ষোবে ভেঙ্গে পড়ল শৈরাচারের মসনদ। তিউনিসিয়া Mass peoples uprising এ সাফল্য সমগ্র আরব বিশ্বে ক্যাটালিষ্ট হিসাবে কাজ করেছিল। উল্লোসিত হয়ে নেমেপরেছিল রাস্তায়। আম্মান, আলজিয়ার্স, সানা ….. আরো বিভিন্ন শহরে.
গত কাল মোবারকের পতন এর পরও বিভিন্ন আরব শহরে মানুষ গাড়ী থামিয়ে হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে ঊল্লাস প্রকাশ করে। আজ সকালে CNN এ দেখলাম সকাল থেকেই আলজিয়ার্সের রাস্তায় হাজার হাজার পুলিশ-আর্মি ভারি অস্ত্রসত্র নিয়ে কড়া পাহাড়া, প্রতিটি পয়েন্টে।
আরব একনায়ক, বাদশাহ দের বিদায় ঘন্টা কি বাজলো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।