শুক্রবার নীল নদের তীরবর্তী শহর মনসুরাতে এ সংঘর্ষে আহত হয়েছে আরো আটজন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সায়েদ জগলুল রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে দুই জন নারী। অন্যজন ১৩ বছরের বালক।
এ নিয়ে মুরসিকে উৎখাতের পর দেশটিতে বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৯ জন হয়েছে।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে শুক্রবার মিশরের বিভিন্ন শহরে মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থক বিক্ষোভ করে।
মুরসির পদত্যাগের দাবিতে ব্যাপক গণবিক্ষোভের মধ্যে গত ৩ জুলাই তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।
মুরসির ক্ষমাতচ্যুতিকে সেনা অভ্যুত্থান বলে অভিহিত করে এর প্রতিবাদে রাস্তায় নামে মুসলিম ব্রাদারহুড। তবে সেনাবাহিনী বলছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করতে মুরসিকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।