আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে আটক দুই বাংলাদেশি মুক্ত

এদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এক  বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সান্ধ্য আইন ভঙ্গ করায় গত ১৯ আগস্ট বাংলাদেশি নাগরিক বেলায়েত হোসেন ও নাসির মজুমদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় মিশরীয় আইন শৃঙ্খলা বাহিনী।  
এদের মধ্যে লক্ষ্মীপুরের রাখালিয়া বাজার সংলগ্ন খন্দকারপুরের রাজ্জাক চৌধুরীর ছেলে বেলায়েত মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর কুমিল্লা সদর দক্ষিণের পাঠানকোট চওড়া বাজারের বাসিন্দা ফরিদ আহমেদ মজুমদারের ছেলে নাসির কায়রোর একটি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ মঙ্গলবার জানায়, সোমবার রাতে মিশরীয় কর্তৃপক্ষ দুই বাংলাদেশিকে মুক্তি দিয়েছে।


এদের মধ্যে নাসিরের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন। তার কারখানা কর্তৃপক্ষ টিকিটের দাম দিতে অস্বীকার করায় তিনি দেশেও ফিরতে পারছিলেন না।
কায়রোর বাংলাদেশ মিশন তার বিমান টিকিটের ব্যবস্থা করে দেয়ায় বৃহস্পতিবার নাসির দেশে ফিরছেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
 

সম্প্রতি এক সেনা অভ্যুত্থানে উৎখাত মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিক্ষোভ দমনে সরকারের অভিযানে চলতি মাসে সহস্রাধিক মানুষ নিহত হন। এরপর সেখানে জারি করা হয় জরুরি অবস্থা।


আফ্রিকার এই আরব রাষ্ট্রে গত কয়েক বছর ধরেই অস্থিরতা চলছে। ২০১০ সালে জনবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক। এরপর সংবিধান পরিবর্তন করে নির্বাচনের পর মুরসি ক্ষমতায় এলেও অসন্তোষ চলছিল।
এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মিশরে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তার সরকারি হিসাব পাওয়া না গেলেও ধারণা করা হয় এই সংখ্যা ১০ হাজারের মতো।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।