যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে কল্পনাও করা যায় না যদি আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, যুদ্ধাপরাধী একটা শক্তি এত স্পর্ধার সাথে সে দেশেই ব্যবসা-বাণিজ্য ও রাজনীতিতে পুনর্বাসিত হয়ে কলেবরে বৃদ্ধি পায়। মহান কাবজাবের দিব্যি দিয়ে বলা যায় পৃথিবীর আর কোনো দেশেই এটা সম্ভব হতো না, হয়নি, হবেও না। কেবলমাত্র একটা দেশ ছাড়া - যে দেশের নাম বাংলাদেশ।
পৃথিবীর যেকোনো দেশ হলে জামাত-ইসলামীর মত একটা স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীতাকারী শক্তির প্রত্যেকটা সদস্যকে গুলি করে মেরে ফেলতো। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা করেনি।
কারণ বাঙালীর রয়েছে জাতিগত ঔদার্য্যের ইতিহাস।
পৃথিবীর যেকোন দেশ হলে দৈনিক সংগ্রাম এবং দীগন্ত টেলিভিশনের অফিসে আগুন দিয়ে এর সাথে জড়িত প্রত্যেকটা রাজাকারকে জীবন্ত দগ্ধ করতো। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা করেনি। কারণ জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ অপার ধৈর্য্যশীল - সম্পূর্ণ বিপরীত বক্তব্যেরও কণ্ঠরোধ করে না।
পৃথিবীর যেকোন দেশ হলে ইসলামী ব্যাংক আর ইবনে সিনার মত প্রতিষ্ঠানগুলোকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতো, গলায় ফাঁসি দিয়ে ঝুলাতো এর উদ্যোক্তাদের।
কিন্তু বাংলাদেশের মানুষ তা করেনি। ঐতিহ্যগতভাবেই বাঙালিরা পরাজিতের উপরে নির্মম কখনও হয়নি।
বাঙালী বড় অবাক করা এক জাতি! যাদের জন্য তাদের নির্মম পরিনতি - তাদেরকে আতিথেয়তা করতে কখনও কার্পণ্য করেনি। আর তাই রাজাকারী প্রতিষ্ঠানগুলো এখনও সদর্পে বিচরণ করে। নইলে এগুলোর নাম-নিশানা নিশ্চিহ্ন হয়ে যাবার কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।