হয়তো আরো কিছু বলার ছিল তবে শেষ পর্যন্ত বলা হয়ে ওঠেনি। দেখা হয়েছিল চা স্টলের পাশে মুখোমুখি হয়েছিলাম শেষবারের মতোন থমকে যাওয়া সময়ের পিনপতন নীরবতায় চোখে ভেসেছিল দিগন্তের আঁকিবুকি চরম নাটকীয়তার প্রশস্তিতে ক্ষনিকেও আশারা দেয়নি উঁকি। ফলাফল জানাই ছিল, তাই ফুরসতে খোলেনি কোন কথার ঝাপি বোকামতন দাঁড়িয়ে থাকি অব্যক্ত হয়ে পালানোর পথ খুঁজি, পথেরাই হারিয়ে যায় শেষবেলায় দিগন্ত ঘেঁষা বাসস্ট্যান্ড ডাকে যাবি যদি আয়রে আয়। অত:পর পা বাড়াই তবুও কেমন আটকে যাই মুহুর্তগুলো যেন শেঁকড় গজিয়ে বসে চকিতে বুঝতে পারি স্থির ক্যালেন্ডারের পাতায় পাতায় কষ্টরা কেন হাসে? ********* ৯ই চৈত্র, ১৪১৮ মতিঝিল, ঢাকা। প্রথম আলো লিংক: http://prothom-aloblog.com/posts/18/156691 দিগন্ত ঘেঁষা বাসস্ট্যান্ড
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।