http://www.paybox.me/r/rihan
আমার এখনও মনে আছে--
ছেলেবেলায় প্রায়শই এমন হতো--
কখনো সবুজ, কখনো হলুদ রঙের পাটি বিছিয়ে বিছিয়ে
চলে যাওয়া ধান- ক্ষেতের ফাঁক গলে বেরিয়ে যাওয়া
সাপের মতো সরু , দৃষ্টির সীমানা পেরিয়ে যাওয়া এবড়ো থেবড়ো
মেঠো পথ ধরে ধরে চলে যেতাম আমি,
ওপাড়ের কোথাও হেলে দুলে নেমে আসা নীল দিগন্তের খোঁজে,
চলে যেতাম আমি দূর থেকে দূরে; বহুদূর;
যতদূর ছুটে গেলে দিগন্ত ছোঁয়া যায়;
হায়! কেবল ছুটেই গিয়েছিলাম,
দিগন্ত ছুঁয়ে যেতে পারিনি কখনোই;
শৈশব, কৈশোর পেরিয়ে বহুকাল পরে অবশেষে
বুঝে উঠেছিলাম একদিন --
দিগন্ত কেবল হাতছানিই দিয়ে ডাকে: তারে ধরা যায় না:
যেমন ধরা যায় না তোমারেও,
ভালোবাসার অনন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমি এও জেনে গেছি--
তুমিও সেই ছেলেবেলার দিগন্তের মতোই,
আমার অনুভূতি-ঊর্ধ কোন এক মায়াজাল হয়ে
তুমি আমায় কেবল হাতছানিই দিয়ে যাও; অথচ
বড় কৌশলে, বড় নিশ্চুপেই কেমনে জানি
তুমি ক্রমাগতই থেকে থেকে রয়ে যাও আমার স্পর্শের বাইরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।