আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়


খোজ কি ভাই আকাশ পারে নিকষ কালো অন্ধকারে। গভীর স্রোতের দৃষ্টি স্রোত গেড়েছে দুর গ্রহে পোত্। বৃথাই খোজ তারায় তারায় আলোর পটভুমি, খুজতে যদি চাও কিছু ভাই হৃদয় খোল তুমি।। শুন্যতারই ব্যপ্তি শুধু পৃথ্বি উপর ভাগ ধুলোর মাঝেই আছে কেবল মানব অনুরাগ। জ্যোতিষের চেয়ে বেশী সে-ই করেছে সঞ্চয় চিনেছে যে একটি স্বচ্ছ হৃদয়।।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।