এ বুকে হৃদয় যেমন লুকিয়ে আছে
তেমনি কত কি গোপন আছে হৃদয়ের কাছে।
তাই হৃদয়ের চেয়ে আপন কি আর থাকে?
মনটাকে সে সোনার ঘরে যতনে ঢাকে।
আমি কি ভাবি, কি দুঃখ আমার,
কি আমি চাই, কি সুখ আমার?
সেইত সব জানে,
মনে রাখে সযতনে।
গান সোনায় বিনা তারে
প্রবোধ মানায় বারে বারে,
বুকের মধ্যেই আছেত বন্ধু আমার
হাসি কান্নায় সেইত পাশে থাকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।