আমি সবুজ হতে চাই সামনে একটা পিচ্চি পুরুষ। মাঝখানে ৫ জনের অধিক নারী। পিছনে সবাই নারী রূপি পুরুষ
গতকাল দেশনেত্রীর মুখে মদিনা সনদের কথা শুনে ভয়ে আঁতকে ওঠেন শাহবাগের পর্দাশীল মহিলারা। তারা জোর দিয়ে বলেন আমরা "আমরা মধ্যযুগে ফিরে যেতে চাই না। দেশকে তালেবানি রাষ্ট্র বানাবার এ চক্রান্ত আমরা রুখে দেব"
এ সময় বিদ্যুৎ কন্যা বাকী আক্তার বলেন "আমরা নারী-পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি।
মদিনা সনদ বাস্তবায়ন হলে আমরা অবাধ মেলামেশা করতে পারবো না"
তিনি এ সময় আরও বলেন "দেশনেত্রী হেফাজতে পাকিস্তানের চাপের মুখে পড়ে দেশকে তালেবানি কায়দায় চালাতে চাচ্ছে। তারা নারীদের গার্মেন্টস এ কাজ করতে দেবে না,তারা নারীদের চার দেয়ালে বন্দি করে রাখতে চায়। তারা নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না। এ সময় তাদের নারী কর্মী কম হওয়াতে আহ্বায়ক ইমরান সহ আরও অনেকেই নারী বেশে লাঠি মিছিলে অংশ নেয়। একজন নাম প্রকাশের শর্তে বলেন "একদিনের জন্য নারী হতে পেরে খুব ভাল লাগছে।
উই আর ইনজোয় ইট"
এ সময় কিছু অতি উৎসাহী চিৎকার দিতে বলতে থাকেন "ইউ ওয়ান্ট টু বি এ ইউমেন এগেইন"
রিপোর্ট এট রমনা বটমূল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।