আমাদের কথা খুঁজে নিন

   

দেশনেত্রীর উপর নাকি ভীষন চেতেছেন জননেত্রী.......!!!

অবুঝের মত কিছু শব্দ আসে, কালবৈশাখী ঝড়ের মত হৃদয়ে ঢেউ তোলে, তারপর অদৃশ্য হয়ে যায়......আর আমি তাদের খুঁজতে থাকি, হৃদয়ের পরম মমতায়.....! খুঁজে পাইনা জন্য বেঁচে থাকা, পেলে হয়ত মরে যেতাম....!

শুনলাম জননেত্রী শেখ হাসিনা নাকি অনেক রাগ করেছেন বাপ দাদার জেলার নাম পরিবর্তনের হুমকিতে। তিনি নাকি এতোই চ্যাতা চেতেছেন; এতোই চ্যাতা চেতেছেন যে ফেনীর নাম পাল্টে পোলাপীগঞ্জ, বগুড়ার নাম গোলাপগঞ্জ, রাজশাহীর নাম গোপালরাজ, চট্টগ্রামের নাম গোপালনগর, সাতক্ষীরার নাম গোপালক্ষীরা, রংপুরের নাম গোলাপীপুর, আর চাঁপাইনবাবগঞ্জের নাম পাল্টে গোপালভোগ রাখতে চান। এক গোপালেই মাথা নষ্ট ,নতুন সাতটা যোগ হলে কি হবে মাগো !!!

আর আজ যা দেখলাম তাতে দেশে পুলিশ আর সাংবাদিক ছাড়া কোন সক্ষম মানুষ নাই। অবশ্য সেই সুবাদে আমিও একজন সক্ষম মানুষ।

http://dhakatimes24.com/2013/12/29/10150

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।