ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
প্রথম আলো এখনো পর্যন্ত বাংলাদেশের প্রচারসংখ্যায় লিডিং দৈনিক পত্রিকা। কালের কন্ঠের কাছে ধরাশায়ী হয়ে মনে হয় মতি এন্ড গংরা পাগলপ্রায়। নাহলে বিএনপি আয়োজিত বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশের অংশ হিসাবে গতকাল বিকালে খুলনার বাবরি চত্বরের জনসমুদ্রের খবর কেনো ছোট্ট করে ছাপানো হয়েছে আজকে?? প্রথাম আলোর কাছে ভন্ড পীরের নিউজের ছেয়ে এই সমাবেশের গুরত্ব কম মনে হয়েছে।
সম্পাদকীয় নীতিই এই পত্রিকাকে ঢুবাবে এমন ভাবে যেমন ভাবে ঢুবিয়েছে ভোরের কাগজকে। আজকে এমন কোন পত্রিকা নেই যেখানে এই নিউজটি গুরত্ব সহকারে ছাপানো হয়নি। অথচ প্রথম আলো কি করলো খবরটি নিচে ছোট করে দিয়েছে। এরা সিপিবির,নন-ওয়ার্কাস পার্টির মত ১০-২০ জনের দলের খবর আরো বড় করে ছাপায়। আমরা যারা এখনো প্রথম আলো পড়ি এবং বিএনপি সমর্থক তারা অত্যন্ত হতাশ হয়েছি আজকের এই আচরনে।
পরে আমি আমারদেশ এবং কালের কন্ঠ কিনে নিলাম মনের আকাংখা পুরনের জন্য। অফিস থেকে বাসায় যখন কালের কন্ঠ নিয়ে আসলাম তখন বউ আমার কালের কন্ঠ দেখে বলে কাল থেকে যেনো বাসায় কালের কন্ঠ নেয়া হয়। দেখেন কিভাবে একটা পত্রিকা পাঠক হারায়।
সো বিদায় প্রথম আলো স্বাগত কালের কন্ঠ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।