আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা রাস্তায় মহিষের পাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম থেকে নেয়া ছবি............. ঘড়ির কাঁটা ১২ টা ছুঁই ছুঁই করছে। গতরাতে বাসায় ফিরছিলাম। সংসদ ভবনের সামনে দিয়ে খামার বাড়ীর সামনে আসতেই সামনে পড়লো একপাল মহিষ। সম্ভবত গাবতলী থেকে আসছে। জ্যামের নগরীতে রাতের ঢাকার ফাঁকা রাস্তায় হাঁকিয়ে নিয়ে যাচ্ছে ৪ জন মালিক।

৭০-৮০ টা মহিষের পালে গরুর সংখ্যা মাত্র ২/৩ টা। তারা সামনের মহিষদের অনুসরন করছে মাত্র। কতদূর যাবে জিজ্ঞাসা করা হলো না ........... কিন্তু এটা নিশ্চিত এরা ঢাকার একপ্রান্ত দিয়ে প্রবেশ করেছে কিন্তু অন্য প্রান্ত দিয়ে বাহির হবে না। বরং এর পূর্বেই কোন কষাইর হাতে কুরবানী হয়ে যাবে। ঢাকার বিভিন্ন কষাইর দোকানে এগুলো গরুর গোশত হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে।

এবং প্রতিদিনই এভাবে পালে পালে মহিষ মহিষ হিসেবেই ঢাকার শহরে প্রবেশ করে গরু গোশত হয়ে মানুষের পেটে চলে যাচ্ছে............. প্রতিদিন আমরা যে গরুর গোশত হিসেবে খাচ্ছি আসলে কি তা গরুর গোশত নাকি মহিষের গোশত??????????? আজকে যারা গরুর গোশত খেয়েছেন ....................??????? হাত তুলেন ....... আসলে কি গরুর গোশত খেয়েছেন নাকি মহিষের গোশত গরু হিসেবে খেয়েছেন????????????? আমি কিন্তু আজকে গরু খাই নাই................. তবে সামনের দিন গরুর গোশত খেলে সেদিন আসল গরু পাবো নাকি মহিষ গরু খাবো তার সিউরিটি আমার কাছে নেই..................... রেজুলেশন ছাড়া আমার মোবাইলে তোলা একটি ছবি..... আমার রিপোর্টের প্রমান হিসেবে দিলাম.................রাত পোহানোর আগেই মিলিয়ে যায় মহিষের পাল(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.