আমাদের কথা খুঁজে নিন

   

লোটা কামাল এবার কী করবি? পাইবাসরে সাথে নিয়া লোটাসহ দৌড়া

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। দলে যে কেন নাসিরকে নেয়, যদি নেয় তাহলে একটু আগে নামাইলি কি দোষ? ঊইকেট হাতে রাখ, তাইলে পরের ২ ওভারে ৩০ রান করতে পারবি কোন ব্যাপার না, এই পুরানা টেকনিক আর কতবার??? কত ব্যাপার যে শেষ ২ ওভার ৩০ তা তো প্রতি ম্যাচে হারার পর আমরা বুঝতে পারি। অ ম্যাচ জিতলে তো আবার, লোটা কামাল এন্ড সন্স এর কৃতিত্ব থাকব না। তামিম ৩৫ বলে ৩৮ রান জিয়া ২২ বলে ২৩ রান আশরাফুল ২৮ বলে ২২ রান মুশফিক ৪ বলে ৫ রান রিয়াদ ১৫ বলে ১৮ রান নাসির ১৫ বলে ২৯ রান ফিল্ডিং, বোলিং আর মুশফিকের কিপিং, একটু সুন্দর করার প্রয়োজন নাই, তবে জিম্বাবুয়ের খেলোয়ারদের অনুসরন করলে পাইবাসের কোচিং আর কামালের লোটা ছাড়াই বাংলাদেশের সাফল্য নিশ্চিত। প্রথমের আবাল ব্যাটসম্যানরা খারাপ বলও ঠেকায়, আর মিডল অর্ডারের কতিপয় ভাল ব্যাটসম্যানরা বল পায় না । আওয়ামী লীগের আমলে শেখ মোখলেস, শেখ মফিজ দলে চান্স না পাইলেও জিয়া চান্স পায় কেমনে? সাহারা কোম্পানির সিলটা তো বড় কইরা ঠিকই মারছ, দেখ নিমবাস টেলিভিশনের মত আবার টাকা মাইরা দেয় নাকি, যদিও তোমরা আবার মাইর খাওয়া স্বত্তেও ভারতীয় কোম্পানি পছন্দ কর, (ভাদা কীনা তাই!!!) মুশফিক ও রিয়াদ কী করল? গতবার জিম্বাবুয়ে সফরে তো সাকিব তামিমকে বসাইয়া দিছি্ল, এবার বাবা লোটা কামাল কী করবি? পাইবাসরে সাথে নিয়া লোটাসহ দৌড়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.