আমাদের কথা খুঁজে নিন

   

সোনার ছেলেদের কিছু হলে সকল দায় লোটা কামাইল্যাকে নিতে হবে।

গতকাল সকালে যে নিউজটা প্রথম দেখলাম তা হলো- পাকিস্তানে একটি কারাগারে কমান্ডো হামলা চালিয়েছে আয়কায়েদা, ৪০০ কয়েদী পালিয়েছে। আর বিকালে যে নিউজটা পেলাম তা হলো- অবশেষে পাকিস্তানে বাংলাদেশ দলের একটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ এর সংক্ষিপ্ত সফর এমাসেই!!! কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য লোটা কামালের একক সিদ্ধান্তের কারণে এতগুলো তাজা তাজা সোনার ছেলেকে জীবনের রিস্ক নিতে হচ্ছে। স্টুয়ার্ড ল সম্ভবত একারণেই মেয়াদপূর্তির ২/৩ মাস আগেই পদত্যাগ করছেন! যেখানে অষ্ট্রেলীয়া কিংবা দক্ষিণ আফ্রিকার সাথে খেলার জন্য পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু খুঁজতে ব্যস্ত সেখানে তারা বাংলাদেশীদের আল্টিমেটাম দেয় পাকিস্তানে গিয়ে সিরিজ খেলার জন্য! আর আইসিসির সভায় সমর্থন পাবার জন্য আমাদের কামাল সাহেব পাকিস্তানের অন্যায্য আবদার রাখতে যাচ্ছে ব্যক্তিগত খাতিরে। এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত বলার কারণ খুব সহজ- বোর্ডের অন্য কারো এতে মতামত নেই এবং গত বোর্ড সভায়ও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। (সূত্র: প্রথম আলো ) কিন্তু কেন? পাকিস্তানের ক্রিকেটকে বাচানো কি আমাদের দায়িত্ব? আমরা কি এত সহজেই ভুলে যাব ১৯৭১! না, এখানে ব্যক্তিগত আক্রোশের কথা না, কিন্তু যারা শ্রীলংকান ক্রিকেটটারদের নিরাপত্তা দিতে পারেনি, যাদের দেশে জেলখানা থেকে কমান্ডো আক্রমনের মাধ্যমে ৪০০ কয়েদী ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাদের সোনার ছেলেরা কতটুকু নিরাপদ? কামাল সাহেব কি স্ব-পরিবারে এই সফরে যাবেন? শুধু কামাল সাহেব নন মন্ত্রী সভার সবাইকে বাধ্যতামূলক ভাবে অফিসিয়াল সফরে ক্রিকেট দলের সাথে পাকিস্তানে পাঠিয়ে দেয়া উচিত।

আমাদের ছেলেরা ভাল খেলুক বা খারাপ খেলুক তারা দেশের সম্পদ। তাদের খেলা আমাদের পুরো দেশের মানুষের অনুভূতির সাথে জড়িত। এশিয়া কাপের ফাইনালে হারার পর পুরো দেশ কিভাবে শোকে ছেয়ে গিয়েছিল তা অনুধাবন করতে পারেন কামাল সাহেব? কোনো রাজনৈতিক/ ব্যক্তিগত কারণে তাদের যদি কোন ক্ষতি হয় তা মেনে নেয়া যাবে না। তাদের কোনো রকম ক্ষতি হলে বা ক্ষতির সম্মুখিন হলে লোটা কামাল কে একক ভাবে এর দায় নিতে হবে। শ্রীলংকানদের পাকিস্তানসফরের কয়েকটি বিভৎস স্মৃতি: আমরা হাস্যজ্জ্বল ক্রিকেটারদের দেখতে চাই, শ্রীলংকানদের মতো আহত, ভয়ার্ত ও মর্মাহত নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.