ধুর
উপরের ছবিটি দেখেছেন? খেলার মধ্যে তামিম যখন ৫০ করল, তখন সে এক এক করে চারটি আঙ্গুল দেখালো। তামিমের ৫০ দেখে আস্তে করে হাত তালি দিয়েছিলাম। কিন্তু তার এই আঙ্গুল দেখানে দেখে খুশিতে টেবিলের উপরে দুই হাত দিয়ে কয়েকবার চড় দিলাম।
পাশেই বসে ছিলেন এক সাংবাদিক ভাই (উনার বাসাতেই খেলা দেখছিলাম)। উনি জিজ্ঞাসা করলেন যে এমন কেন করলাম।
উনাকে বললাম যে তামিম আসলে চার টি ৫০ করার কারণে এই এক এক করে চার আঙ্গুল দেখায়নি। সে আসলে লোটা কামালের মুখে এক এক করে চারটি চড় মেরেছে।
পরে ফেসবুকে উপরের ছবিটি পেলাম, যেখানে ক্যাপশন দেওয়া ছিল, "And sometimes FOUR fingers can say more than the middle finger..."
এত ভাল লাগছিল কথাটা দেখে, সেখানে মন্তব্য করলাম, "When he was counting 1....2....3....4... I said to Arman that Tamim is actually slapping on Lota Kamals face.... four times... " উত্তরে এক আপু বললেন, "it was more than that..it was kicking in his balls!! He was amazing!" এর পর আরও একটা কমেন্ট করলাম, "Insallah he'll slap on Kamal's face several more times... not just with 50's, with 100's... Best of Luck Tamim.... "
অনেক অনেক লাইক পড়েছে কমেন্ট গুলিতে! আসলেই, তামিম লোটা কামালকে দেখিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, লোটা কি বুঝেছে? সে কি বুঝবে? জানিনা বুঝবে কিনা, আশাকরি বুঝবে। বুঝলে দেশের ভাল।
বাংলাদেশ দলের পরাজয়ে প্রথমে কান্না পাচ্ছিল। কেদেঁছিও। কিন্তু পরক্ষণেই মেনে নিয়েছি যে আসলে কাদঁবার কিছু নেই। আমার যা করেছি, তা আমাদের চলার পথের পাথেয় হয়েই থাকবে। এখন সময় শুধু এগিয়ে চলার।
পিছনে তাকাবার সময় নেই।
বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ছিলাম, আছি, থাকব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।