আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । Symphony Xplorer W35 ব্যাবহারকারীদের কাছে এই ফোনটির একটা ( হ্যান্ডস অন রিভিউ ) চাচ্ছি।
আমি রাফ ইউজ করার জন্য কম বাজেটের মধ্যে এই ফোনটি কিনতে চাচ্ছিলাম। কেননা এর স্পেসিফিকেশন আমার পছন্দ হয়েছে।
কিন্তু কেনার আগে চাচ্ছিলাম যারা এটা কিনে ব্যাবহার করছেন তাদের থেকে এর ভালো মন্দ দিক গুলো আগে জেনে নিতে।
মূল সাইটে যে ইনফরমেশন ছিল তাতে অনেক ডিটেইল-ই মিস গেছে। যেমন ভিডিও রেকর্ডিং রেজুলেশন কত, ফটো কোয়ালিটি কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়, ডিসপ্লেতে কি কোন প্রটেকশন ইউজ করা হয়েছে কিনা, গেম খেলা বা অনেকক্ষন কথা বললে কি সেট গরম হয়ে যায় কিনা, গেম কেমন স্মুথ চলে, হ্যাং হয় কিনা, সাউন্ড কোয়ালিটি কেমন রাফ ইউজের জন্য কেমন সহ ইত্যাদি বিষয়? যা এ পর্যন্ত ব্যাবহারকারীদের চোখে পড়েছে। যদিও সেট টা কমদামি (এত কিছু আশা করা ঠিক না) তারপরও কিনে যদি ব্যাবহার করে শান্তি না পাই তারচেয়ে না কিনা ভালো। তাই এর ভালো মন্দ দিক যদি জানতে পারতাম তাহলে কিনবো কি কিনবো না সে বিষয়ে একটা ডিসিশন নিতে পারতাম।
তাই যারা এ মোবাইল ফোনটি কিনে ব্যাবহার করছেন তারা রিকয়েষ্ট করছি, দয়া করে আমার উপরের প্রশ্ন গুলোর উত্তর দিন অথবা একটা রিভিউ পোষ্ট দেন প্লিজ।
মোবাইলটির স্পেসিফিকেশন দেখতে এখানে চাপুন।
আপনাদের সবাইকে ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।