আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রত্যাশিত উপহার…

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। মাঝে মাঝে যখন কোথাও হতে অপ্রত্যাশিত উপহার পাই তখন নিজের কাছেই খুব ভাল লাগে… যেমনটি আজ পেলাম (যদিও একটু অবাক হলাম)… গতকাল সকালে আমাকে বলা হয় আমি যেন আজ এমডি স্যারের বাসায় চলে যাই। সেখানে কিছু টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে। আমি আজ সকালে ৮.৩০ এর স্যারের বাসায় চলে যাই এবং ভাবীর (এমডি স্যারের বউ) আইফোন এর সকল তথ্য তার ম্যাক কম্পিউটারের সাথে সিনক্রোনাইজ করে দেই। চলে আসার ঠিক আগ মূহুর্তে ভাবী আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলেন, “এটা নিয়ে যাও, এটা তোমার বউ-এর গিফট”।

আমি প্যাকেট-টা হাতে নিয়ে চলে আসি। নিচে নামার পরে দেখলাম এতে একটা খুন সুন্দর শাড়ী রয়েছে। তখন মনে মনে খুশি হলাম এই ভেবে যে, ভাবী নিজে হতেই গিফট দিলেন, কিন্তু হতাশ হলাম এই ভেবে যে, আমি প্রায় তিন বছর ধরে এই কোম্পানীতে জব করি অথচ আমাকে কিছু দিলো না, দিলো আমার বউকে, যার কথা শুনেছে মাত্র ৩০ দিন হল। তবে সবকিছু মিলিয়ে ভাললাগার পরিমানটাই বেশি ছিল। কারণ আজ এই গিফটটা আমার কাছে খুবিই অপ্রত্যাশিত ছিল…।

আসলেই আল্লাহ মেহেরবান, না চাইতেই তিনি মানুষকে খুশি করে দেন যেমনটা আমাকে করেছেন। আল্লাহ মহান… প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।