ডারউইনের থিউরী এবং আমি
মানুষ কোনদিন বাদর ছিল কিনা জানিনা
তবে মধুপুর জঙ্গলে গিয়ে দেখে এসেছি
বাদর এখনো বাদরই আছে ।
তবে যে পড়েছি ক্লাস নাইনে
জীব বিজ্ঞান এ ডারউইনের থিউরি
দ্বন্দে ফেলেছে আমায়
হতাশ করেছে কচি মন
আবার ইসলামিয়াতে দেখেছি
মানুষ বানিয়েছেন মহান আল্লাহপাক ।
ফিরে এসেছি সত্যের টানে
করেছি গবেষণা প্রতিনিয়ত-
আল্লাহর কাছ থেকে না নিয়ে
সামান্য একটু ময়লা বানাও তো !
পারবে না জানি -ডারউইনের বাণী
প্রমাণ করতে আজো পারিনি আমি
পারবেনা কেউ কোনদিন-
অযথাই পড়েছি মিথ্যা পান্ডুলিপি ।
এইতো সেদিনও আবার গিয়ে
দেখে এসেছি ; মধুপুর জঙ্গলে
বাদর এখনো বাদরই আছে
আপন মনে ঘুরে ফিরে নাচে ।
--হাকীম আল-মীযান
২৭-১২-২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।