আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক ২৪ শিশু ধর্ষণের শিকার হচ্ছে ভারতে (বিকৃত হচ্ছে পুরুষ ......)

ভারতে নাবালিকা ধর্ষণ এবং যৌন নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলেছে তা লজ্জায় গোটা মানব জাতির মাথা হেঁট হবার পক্ষে যথেষ্ট। গত ৬ বছরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী শিশুদের ওপর যৌন নিগ্রহের ঘটনা বেড়েছে ৩০০ শতাংশ। সম্প্রতি রাজধানী দিল্লিতে পাঁচ বছরের একটি শিশু পাশবিক যৌন নির্যাতনের শিকার হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঢল নামে। অপরাধীকে কঠোরতম শাস্তির দেবার দাবি জানানো হয়। সূত্র: ডিডব্লিও।

এই তালিকার শীর্ষে আছে মধ্যপ্রদেশে ৯৪৬৫টি, মহারাষ্ট্রে ৬৮৬৮টি, উত্তরপ্রদেশে ৫৯৪৯টি এবং দিল্লিতে ৩০০০টি। অবশ্য এই সংখ্যা হিমশৈলের চূড়ামাত্র। নাবালিকা বা শিশুর ওপর যৌন হেনস্থার অনেক বেশি ঘটনা পরিবারের মধ্যেই চেপে রাখা হয় নানা কারণে। এইভাবে প্রতিদিন অসংখ্য পরিবারে বা পারিপার্শ্বিকে বিকৃত যৌন নির্যাতনে হারিয়ে যেতে থাকা শৈশবের কথা গোপনই থেকে যায়। পাঁচ বছরের যে শিশুটিকে কিছুদিন আগে দিল্লিতে ধর্ষণ করে ৪৮ ঘন্টা আটকে রাখা হয়েছিল, তার মা-বাবাকে পুলিশ থানায় হয়রানি করায় এবং ডাইরি নিতে গড়িমসি করার অভিযোগে দিল্লির শিশু অধিকার সুরক্ষা কমিশন কৈফিয়ত তলব করেছেন দিল্লি পুলিশের কাছে।

ব্যক্তিগত বিশেষ দ্রষ্টব্য: ভারতই একমাত্র দেশ যেখানে ১. পাইকারীহারে শিশু ধর্ষণ (কোন ব্যাপার না, সম্পূর্ন স্বাভাবিক) ২. রমরমা গর্ভাশয় ভাড়া দেওয়ার ব্যবসা (ভোগ করছে আমির ও শাহরুখ খানের মত তারকারা) ৩. অবাধে মেয়ে-শিশু ভ্রুণ হত্যা (পাইকারীহারে শিশু ধর্ষণ ভয়ে সঙ্গে যৌতুক) ৪. এক জরিপে দেখা গেছে অদূর ভবিষ্যতে ভারতে নারী সংকট প্রকট হবে। (পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে অলরেডি শুরু হয়ে গেছে) এর পরিনাম কত যে ভয়াবহ হবে তা হয়ত আমরা আঁচও করতে পারছি না (অবশ্যই আল্লাহ প্রদত্ত)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.