আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক হুকার- বাংলাদেশে কতগুলো দৈনিক, সাপ্তাহীক, পাক্ষিক, মাসিক পত্রপত্রিকা আছে ?

Digital Bangladesh Warriors - fb.com/openbd আমি একবার ৬৪ জেলার "জেলা তথ্যবাতায়ন" ব্রাউজ করে গুনে দেখেছি। বাংলাদেশে ১৫০০ এর উপরে স্থানীয় দৈনিক, সাপ্তাহীক, পাক্ষিক, মাসিক রেজিস্টার্ড পত্রপত্রিকা আছে। আপনি প্রশ্ন করতে পারেন আমি এমন ছাগলের মত কাম কেন করলাম ? আমার কোন কথা নাই। শুধু বলতে চাই এই সবগুলো প্রকাশনা ও নাম স্বর্বস্ব পত্রিকা গুলোকে মাসে দুইশ টাকায় আন লিমিটেড যতখুশি ডাউনলোড, যতখুশি আপলোডের একটা করে ইন্টারনেট মডেম তথ্য মন্ত্রনালয় থেকে ভর্তুকি দিয়ে ফ্রি দেওয়া উচিত, তাহলেই তাকে বলা যাবে ডিজিটাল বাংলাদেশের তথ্যমন্ত্রনালয়। কারন ঐ স্থানীয় পত্রিকাগুলোতে মানুষের কথা থাকে ... আর বললাম না মুখ খারাপ হইয়া যাইতে পারে ।

অথচ আজ পর্যন্ত সর্বোচ্চ ৫০টা স্থানীয় পত্রিকাও অনলাইন আসতে পারেনি। যার অন্যতম কারন ইন্টারনেটের দাম, গতি। অথচ আজও আপনাদের সাবমেরিন ক্যাবলে ১৪২ জিবিপিএস অব্যবহৃত ছিল। এখনও যদি মনে করেন আমি ৬৪ জেলার "জেলা তথ্যবাতায়ন" ব্রাউজ করে দেশে ১৫০০ উপর স্থানীয় পত্রিকা আছে গুনে দেখে ছাগলের কাম করেছি। আমি কিছু বলবো না।

কারন বললেই মুখ খারাপ হয়ে যাবে। কারন সবকিছু প্রকাশের জন্য একটি যথার্থ শব্দ লাগে। তানা হলে ভন্ডামী হয়ে যায়। আজকাল সামান্য মিথ্যুক বললেও আদালত অবমাননা ধরা হচ্ছে, বলতে হবে "অসত্য কথক", অথচ এদেশে পঁচ দশ হাজারের উপর খানকির পুত আছে তাদের অন্যকোন উপাধীতে সম্পূর্ন ভুল প্রকাশ হবে। সেক্ষেত্রে এই পেইজে বলে আসতে পারেন।

আমরা নেটে গালাগালির পক্ষে - be true 18+  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.